Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
সংবাদ
June 23, 2020
বিশ্বে ছয় কোটির বেশি বিধবা নারী স্বামী হরিয়ে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন। অসহায় এসব নারীকে দেখার কেউ নেই। রাজ লুম্বা বলেন, তিনি তাঁর মায়ের বিধবা জীবনের কষ্ট নিজের চোখে দেখেছেন।
June 22, 2020
পরম মহিমা ও আপনাদের সকলের প্রার্থনায় আর্চবিশপ মহোদয়ের কিছুটা স্বাস্থগত উন্নতি হয়েছে ।
June 21, 2020
আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। বাবার মাধ্যমেই সন্তানের জীবনের শুরু। একজন সন্তান বাবার ঋণ কখনো পরিশোধ করতেও পারে না। সেই বাবার প্রতি সম্মান জানাতে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব বাবা দিবস।
June 20, 2020
১৮ দিন পরে, আবার আপন ঘরে ফিরছি। নতুন অভিজ্ঞতা নিয়ে ঘরে ফেরা সে কী আনন্দ! ডেঙ্গু থেকে আরোগ্য লাভ করে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে আর্চবিশপ হাউজে ফিরলেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও সিএসসি।
June 18, 2020
মায়ানমার ইয়ানগুনে অবস্থিত দি ফেডারেশন অব এশিয়ান বিশপস্ কনফারেন্স চট্টগ্রামের আর্চবিশপ মজেস এম. কস্তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। সেই সাথে সকলকে আর্চবিশপের সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন।
June 17, 2020
জৈবিক পদ্ধতি পানের রোগদমন প্রতিষেধক পরীক্ষা মূলক কমলগঞ্জ উপজেলা পাচঁটি খাসিয়া পুঞ্জি ও কুলাউড়া উপজেলা সাতটি খাসিয়া পুঞ্জিতে মোট ৪০জন পান চাষীকে এই প্রতিষেধক বিতরণ করা হয়।
June 15, 2020
তিনি ৩ মে, ১৯৫৫ খ্রিস্টাব্দে হলদেবুনিয়া, শেলাবুনিয়া , বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। ১৩ জানুয়ারি, ১৯৮৫ খ্রিস্টাব্দে তিনি প্রথম যাজকীয় ব্রত গ্রহণের মাধ্যমে তার মান্ডলিক সেবা দিয়ে যাচ্ছেন। এরপর তিনি ১৫ জুন, ২০১২ খ্রিস্টাব্দে খুলনা কাথলিক...
June 15, 2020
চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের ফেসবুক পেইজে অনলাইনে পবিত্র খ্রিষ্টযাগ শুরুতে নবনিযুক্ত স্থানীয় ভিকার জেনারেল ফাদার লেনার্ড সি রিবেরু আর্চবিশপ মজেস কস্তা সিএসসির জন্য সকলের নিকট প্রার্থনা চেয়ে বলেন, আর্চবিশপ গুরুতর অসুস্থ, তিনি স্কয়ার...
June 14, 2020
সিগনিস বাংলাদেশের প্রেসিডেন্ট ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে বলেন, মিডিয়া হলো জরুরি সেবার একটি অংশ। তাই মিডিয়া কর্মীদের কে সুরক্ষিত থেকে তাদের সেবা প্রদানের আহব্বান রাখেন তিনি। কারণ ইতিমধ্যে বাংলাদেশে কয়েকজন...
June 10, 2020
দীর্ঘ লকডাউনে দেশের অনেক স্থানে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোতে দেখা দিয়েছি বিভিন্ন সংকট। করোনা ভাইরাসের এই প্রভাব দেশের অন্যান্য এলাকার মতো টাংগাইলের মধুপুর এলাকার আদিবাসী ভাইবোনদের জীবনেও চরম দূর্ভোগের জন্ম দিয়েছে।
এই এলাকায় আদিবাসীদের মধ্যে...