আর্চবিশপ মজেস কস্তা সিএসসি গুরুতর অসুস্থ

গত ১৪ জুন ২০২০ খ্রিস্টাব্দ , বিকাল পাঁচটায় চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের ফেসবুক পেইজে অনলাইনে পবিত্র খ্রিষ্টযাগ শুরুতে নবনিযুক্ত স্থানীয় ভিকার জেনারেল ফাদার লেনার্ড সি রিবেরু আর্চবিশপ মজেস কস্তা সিএসসির জন্য সকলের নিকট প্রার্থনা চেয়ে বলেন, আর্চবিশপ গুরুতর অসুস্থ, তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, বেশ কিছুদিন জ্বর থাকাতে গত ১৩ জুন আর্চবিশপ মজেস কস্তা সিএসসিকে বিশেষ এম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়।

করোনা উপসর্গ থাকায় স্কয়ার হাসপাতালে ভর্তিকালীন সময়  করোনা টেস্ট করা হয় । হাসপাতাল কর্তৃপক্ষ  ১৪ জুন দুপুরে নিশ্চিত করেন যে  তিনি করোনা পজেটিভ ।

বাংলাদেশে খ্রিস্টান ধর্ম যাজকদের মধ্যে আর্চবিশপ মজেস কস্তা সিএসসিই প্রথম বিশপ যিনি করোনাতে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, ২৭ মে  ২০১১ খ্রিস্টাব্দে, আর্চবিশপ মজেস কস্তা সিএসসি, চট্টগ্রা‌ম মহাধর্মপ্র‌দে‌শের দায়িত্ব গ্রহণ করেন। ২ ফেব্রুয়ারি, ২০০৭ খ্রিস্টব্দে পোপের ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে ‘চট্টগ্রাম ডাইয়োসিস’ ( চট্টগ্রাম ধর্মপ্রদেশ ) কে ‘ চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডাইয়োসিস’ ( চট্টগ্রাম মহাধর্মপ্রদেশ ) এ উন্নীত করেন।

চট্টগ্রা‌ম মহাধর্মপ্র‌দে‌শের ভিকার জেনা‌রেল ফাদার লেনার্ড সি রি‌বেরু আর্চ‌বিশপ মজেস কস্তা সিএসসির  দ্রুত আ‌রোগ্য কামনায় সবার নিকট প্রার্থনা চে‌য়ে‌ছেন। - রিপন আব্রাহাম টলেন্টিনু 

Add new comment

7 + 11 =