সিগনিস বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন খ্রিস্টান মিডিয়া কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

১৩ জুন, ২০২০ খ্রিস্টাব্দে, খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রে বাংলাদেশের বিভিন্ন খ্রিস্টান মিডিয়া কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়  সিগনিস বাংলাদেশে সৌজন্যে। 

সিগনিস বাংলাদেশের প্রেসিডেন্ট ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন  অনুষ্ঠানে  বলেন, মিডিয়া হলো জরুরি সেবার একটি অংশ। তাই মিডিয়া কর্মীদের কে সুরক্ষিত থেকে তাদের সেবা প্রদানের আহব্বান রাখেন তিনি। কারণ ইতিমধ্যে বাংলাদেশে  কয়েকজন মিডিয়া কর্মী তাদের দায়িত্ব পালন করতে গিয়ে করেনায় আক্রান্ত হয়েছেন।

তিনি বাংলাদেশের সকল খ্রিস্টান মিডিয়া কর্মী ভাইবোনদের বিশেষ ধন্যবাদ জানান এই মহামারির সময়েও তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন বলে।  উপস্থিত মিডিয়া কর্মীদের করোনা ভাইরাসের সংক্রমন হতে সুরক্ষিত থেকে কাজ করে যাবার জন্য বেশ কিছু সচেতনতা মূলক পরামর্শ দেন।

এর পরপরই তিনি উপস্থিত মিডিয়া কর্মী ভাইবোনদের মধ্যে  পিপিই, ফেইস শিল্ড, মাস্ক, হাত ধোয়ার সাবান সহ বেশ কিছু স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন।

সাপ্তহিক প্রতিবেশীর গ্রাফিক্স ডিজাইনার দীপক সাংমা  সিগনিস বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন “মিডিয়া কর্মীদের বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও  কাজ চালিয়ে যেতে হয়। তাই অন্যদের পাশে থাকার কথা জেনে মিডিয়া কর্মীরা নিজ কাজ করতে অনুপ্রাণিত হয়।  তিনি আরো বলেন “মিডিয়াতে তথ্য পরিবেশন ও বিভিন্ন সংবাদ প্রচারের মাধ্যমেই জনগন কে আরো সচেতন করে তোলা সম্ভব আর তাই আমরা আমাদের কাজের মধ্য দিয়ে জনগন কে এই করোন মহামারি থেকে রক্ষা পেতে আরো বেশি সচেতন করার চেষ্টা করে যাচ্ছি।

 

Add new comment

3 + 12 =