স্থানীয় মণ্ডলীর উদ্যোগে আদিবাসী ভাইবোনদের মধ্যে উপহার প্রদান

করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই রোগ মহামারীর আকার ধারণ করায় কর্মহীন জীবন-যাপন করছেন দেশের অনেক শ্রেণী পেশার মানুষ। দীর্ঘ লকডাউনে দেশের অনেক স্থানে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোতে দেখা দিয়েছি বিভিন্ন সংকট। করোনা ভাইরাসের এই প্রভাব দেশের অন্যান্য এলাকার মতো টাংগাইলের মধুপুর এলাকার আদিবাসী ভাইবোনদের জীবনেও চরম দূর্ভোগের জন্ম দিয়েছে।

 এই এলাকায় আদিবাসীদের মধ্যে একটি বিরাট অংশ গারো আদিবাসী ভাইবোন। যাদের বেশিভাগ বিউটি পার্লার, গার্মেন্টস্, ড্রাইভার বা দাড়োয়ান পেশার সাথে জড়িত ছিলো। বর্তমানে তাদের অনেকে কাজ হারিয়ে বাড়িতে আবস্থান করছে বেকার অবস্থায়। ফলে তাদের মধ্যে দেখা দিয়েছে চরম খাদ্যের অভাব।

খাদ্যের অভাবে এখন অনেকে জঙ্গলের আলু ও বিভিন্ন পাতা লতা সংগ্রহ করে ক্ষুধা নিবারণ করছে। কেউ কেউ আবার তাদের নিজস্ব পেশা হারিয়ে অন্যের কৃষি জমিতে যেমন কলা বাগান বা আনারস বাগানে দিন মজুরের কাজ করছেন।

লক্ষণীয় বিষয় হল, বিভিন্ন সময় সরকার থেকে খাদ্য সহায়তা প্রদান করা হলেও তা এলাকার জনগনের তুলনায় যথেষ্ঠ না হওয়ায় ব্যক্তি উদ্যোগেও কেউ কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।

আর তারই লক্ষ্যে জলছত্র মিশনের পালপুরোহিত ফা: ডনেল ষ্টিফেন ক্রুশ সিএসসি’র উদ্যোগে সহকারী পালপুরোহিত ফা: রবার্ট নকরেক সিএসসি’র সহযোগিতায় এবং জলছত্র ধর্মপল্লীতে কর্মরত হলিক্রশ সিস্টারস্, মিশনারীজ অব চ্যারিটি সিস্টারস্, কত্ তংনে ব্রাদারস্ অব জিজাজ্’দের সহযোগিতায় দেশ-বিদেশের বিভিন্ন উপকারী ভাই-বোন ও বন্ধুদের উদার সহযোগিতায় কর্পোস খিস্টি ধর্মপল্লী, জলছত্রের অধিনস্ত ভাইবোনদের আজ ১০ জুন মোট ১৫০ পরিবারকে উপহার হিসেবে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে ।

জলছত্র মিশনের পালপুরোহিত ফা: ডনেল ষ্টিফেন ক্রুশ সিএসসি’র বলেন “করোনাভাইরাসের প্রাদুর্ভার শুরু হওয়ার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৮০০ পরিবারকে এই উপহার হিসেবে খাদ্য সহযোগিতা দান করা হয়েছে। শুধু খ্রিস্টান ভাইবোনর মধ্যেই নয় হিন্দু মুসলিম ভাইবোনদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। ”

তিনি আরো বলেন “দেশে এই কঠিন পরিস্থিতিতে দেশ বিদেশের ভাইবোনদের সাহায্য আমাদের একান্তভাবে দরকার। আমাদের উদার সহযোগীতায় দেশের এই ক্রান্তিলগ্নে অভুক্ত ও অনাহারী ভাইবোনদের মুখে খাবার তুলে দেওয়া সম্ভব। তাই ধর্মপল্লীর পালপুরোহিত হিসাবে আমি আমাদের উপকারী ভাইবোনদের কাছে সহযোগিতা কামনা করছি, যার যতটুকু সামর্থ, এই অসহায় দরিদ্র ভাইবোনদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে এসে দাঁড়ান। দয়াময় ঈশ্বর আমাদের সবাই কে সুস্থ্য ও নিরাপদে রাখুন।”- রিপন আব্রাহাম টলেন্টিনু

Comments

বাংলাদেশের জলছত্র মিশনের পালপুরোহিত ফা: ডনেল ষ্টিফেন ক্রুশ সিএসসি’র উদ্যোগে সহকারী পালপুরোহিত ফা: রবার্ট নকরেক সিএসসি’র সহযোগিতায় এবং জলছত্র ধর্মপল্লীতে কর্মরত হলিক্রশ সিস্টারস্, মিশনারীজ অব চ্যারিটি সিস্টারস্, কত্ তংনে ব্রাদারস্ অব জিজাজ্’দের সহযোগিতায় দেশ-বিদেশের বিভিন্ন উপকারী ভাই-বোন ও বন্ধুদের উদার সহযোগিতায় কর্পোস খিস্টি ধর্মপল্লী, জলছত্রের অধিনস্ত ভাইবোনদের আজ মোট ১৫০ পরিবারকে উপহার হিসেবে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে । বিশ্বের এই কঠিন পরিস্থিতিতে আমাদের সামর্থ মতো সাহায্য আমাদের একান্তভাবে দরকার। আমাদের সকলের উদার সহযোগিতায় এই ক্রান্তিলগ্নে অভুক্ত ও অনাহারী ভাইবোনদের মুখে খাবার তুলে দেওয়া সম্ভব। আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই l এই ভাবে আরো ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে থাকুন l

Thank you very much 

Add new comment

1 + 1 =