বর্তমানে সুস্থতার পথে আর্চবিশপ মজেস, সিএসসি

চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস এম. কস্তা, সিএসসি বর্তমানে সুস্থতার  পথে । কৃত্রিম অক্সিজেন নির্ভরতা কমেছে ও তিনি খাবার খাচ্ছেন ।

গত ১৪ জুন, করোনায় আμান্ত হয়ে আর্চবিশপ ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন ও করোনা পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ আসে।

চট্টগ্রাম কাথলিক আর্চডায়োসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরম মহিমা ও আপনাদের সকলের প্রার্থনায় আর্চবিশপ মহোদয়ের কিছুটা স্বাস্থগত উন্নতি হয়েছে ।

আর্চবিশপ মজেস এম. কস্তা, সিএসসি‘র  দ্রুত আরোগ্যের জন্য আপনাদের প্রার্থনা চলমান রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

Add new comment

1 + 7 =