আজ বিশপ জেমস রমেন বৈরাগীর বিশপীয় অভিষেক বার্ষিকী

আজ ১৫ জুন বিশপ জেমস রমেন বৈরাগীর বিশপীয় অভিষেক বার্ষিকী। তিনি ২০১২ খ্রিস্টাব্দে বাংলাদেশের খুলনা কাথলিক ডাইয়োসিসের বিশপ হিসেবে অভিষিক্ত হয়েছিলেন।

খুলনা ডাইয়োসিসের দায়িত্ব পালনের সাথে সাথে তিনি বিশপীয় সামাজিক যোগাযোগ কমিশন (সিবিসিবি) ও রেডিও ভেরিতাস বাংলা সার্ভিস কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ৩ মে,  ১৯৫৫ খ্রিস্টাব্দে হল‌দেবু‌নিয়া, শেলাবু‌নিয়া , বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। ১৩ জানুয়ারি, ১৯৮৫ খ্রিস্টাব্দে তিনি প্রথম যাজকীয় ব্রত গ্রহণের মাধ্যমে তার মান্ডলিক সেবা দিয়ে যাচ্ছেন। এরপর তিনি ১৫ জুন, ২০১২ খ্রিস্টাব্দে খুলনা কাথলিক ডাইয়োসিসের  বিশপীয় পদে অভিষেক লাভ করেন ।

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিসের সকল কর্মকর্তা, কলা-কুশলী, শ্রোতা-দর্শকদের পক্ষ থেকে তাকে অভিনন্দন-শুভেচ্ছা জানাই। ঈশ্বর তাকে সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন দান করুন।

Add new comment

12 + 1 =