কাফরুল উপ-ধর্মপল্লীতে পবিত্র খ্রিস্টপ্রসাদ এবং হস্তার্পণ সংস্কার প্রদান

পবিত্র খ্রিস্টপ্রসাদ এবং হস্তার্পণ সংস্কার প্রদান

গত মাসে, ঢাকার কাফরুল উপ-ধর্মপল্লীতে মহাসমারোহে প্রথম পবিত্র খ্রিস্টপ্রসাদ এবং হস্তার্পণ সংস্কার প্রদান করা হয়।

পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারি বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ এবং তাকে সহযোগিতা করেন স্থানীয় পাল-পুরোহিত ফাদার যাকোব স্বপন গমেজ।

খ্রিস্টযাগের উপদেশে বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ বলেন, “সাক্রামেন্তের মধ্যে দিয়ে একজন বিশ্বাসী খ্রিস্টীয় জীবনে প্রবেশ করে। পরিবারের দায়িত্ব তাদেরকে সেই বিশ্বাসের শিক্ষা দেওয়া।”

খ্রিস্টযাগ শেষে পবিত্র প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণকারী ২১জন এবং হস্তার্পণ গ্রহণকারী ১৩জন ছেলেমেয়েকে বিশপ সার্টিফিকেট, ভক্তিপুষ্প প্রার্থনা বই ও রোজরীমালা উপহার দেওয়া হয়।

পরিশেষে পাল-পুরোহিত ফাদার যাকোব স্বপন গমেজ সাবইকে ধন্যবাদ জানান সুন্দর অনুষ্ঠান করা জন্য । স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৩০০জন খ্রিস্টভক্ত উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে।- দুলাল গমেজ

Add new comment

17 + 2 =