Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে উদযাপিত হলো যুব দিবস
গত ১২ থেকে ১৭ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের মহিপাড়া সাধু আন্তনীর ধর্মপল্লীতে উদযাপিত হলো ধর্মপ্রদেশীয় যুব দিবস।
"উঠে দাঁড়াও। তুমি যা দেখেছো তার সাক্ষী রূপে আমি তোমাকে মনোনীত করছি"। এই মুলসুরকে কেন্দ্র করে ৬ দিন ব্যাপী পালিত হলো রাজশাহী ধর্মপ্রদেশের ২৬টি ধর্মপল্লী থেকে আগত মোট ১১৪ জন যুবক যুবতী এই যুব দিবসে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতেই মহিপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ও যুবক-যুবতিরা আনুষ্ঠানিকভাবে রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও হাতে যুব ক্রুশ তুলে দিলে বিশপ মহোদয় যুব দিবস-২০২১ এর জন্য যুব ক্রুশ স্থাপন করেন।
উল্লেখ্য যে, ধর্মপ্রদেশীয় যুব দিবস-২০১৯ এর পরে যুব ক্রুশ রহনপুর থেকে মহিপাড়ার যুবাদের জন্য দেওয়া হয়েছিল। ২০২০ খ্রিস্টাব্দে করোনার কারণে যুব দিবস না হওয়ায় এই ২০২১ খ্রিস্টাব্দে মহিপাড়াতে যুব দিবস উৎযাপিত হয়। ১৩ অক্টোবর সকালে পবিত্র খ্রিস্টযাগ, যুবাদের আনন্দ র্যালী, পতাকা উত্তোলন ও কবুতর উড়ানোর মধ্য দিয়ে যুব দিবস আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশপ মহোদয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিশপ জের্ভাস রোজারিও রাজশাহী ধর্মপ্রদেশ, বিশেষ অতিথি সেবাস্টিয়ান পিউরিফিকেশন সিনিয়র অফিসার পবা (এপি) ওয়াল ভিশন বাংলাদেশ, ফাদার নবীন পিউস কস্তা যুব সমন্বয়কারী ইয়ুথ কমিশন রাজশাহী এবং আরও উপস্থতি ছিলেন শ্রদ্ধেয় ফাদার সুব্রত পিউরিফিকেশন মহিপাড়া ধর্মপল্লীর পালপুরোহিত।
এই যুব দিবস এর মুলসুরকে কেন্দ্র করে যুবক-যুবতীদের উদ্দেশ্য বিশপ মহোদয় বলেছেন, "তুমি কি দেখেছ, কি অভিজ্ঞতা করেছ? তুমি কি যিশুর ভালবাসা দেখেছ, মণ্ডলির ভালবাসা কি দেখেছ? যা দেখেছ ‘তার সাক্ষি দাও’ বিশপ মহোদয় তার বিভিন্ন সহভাগিতায় এই বিষয়গুলোর উপর অত্যন্ত গুরুত্ব দেন"।
যুব সমন্বয়কারী ইয়ুথ কমিশন রাজশাহী ধর্মপ্রদেশ ফাদার নবীন পিউস কস্তা বলেন, “তোমরা যা অভিজ্ঞতা করবা বা শিখবা তা আমাদের মন্ডলীর সেবা কাজে লাগাতে হবে ”।
তিনি আরও বলেন, "এখান থেকে যা শিখবা তা তোমাদের নিজ নিজ ধর্মপল্লীতে গিয়ে সহভাগিতা করবা। যাতে করে আমাদের যুব দিবস ও তার মুলসুরের বিশেষত্ব গুলো যেন পূর্ণতা ও সাফল্যতা লাভ করে"।
ফাদার প্যাট্রিক গমেজ মূলসুরের আলোকে শৌল থেকে পৌল হয়ে উঠার উপর প্রাণবন্ত সহভাগিতা করেন এবং সাক্ষি হয়ে উঠার উপর গুরুত্ব দেন। সাক্ষি দেবার জন্য ও বাণী প্রচারের অভিজ্ঞতা লাভের জন্য ১৪ তারিখ সারাদিন যুবাগণ মহিপাড়া ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। ১৫ অক্টোবর সিস্টার লেটেশিয়া কস্তা, সিআইসি, এবং কাটেখ্রিষ্ট মাষ্টার মি. বার্ণাবাস হাঁসদা, ‘আমি সাক্ষি দিচ্ছি’ বিষয়ের উপর তাদের বাণী প্রচারের অভিজ্ঞতা সহভাগিতা করেন।
১৬ তারিখে ‘সৃষ্টির উদযাপন কাল’ সমন্ধে আলোচনা করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. জর্জ সুক্লেশ কস্তা। বিকেলে বিশপ মহোদয়ের পালকীয় পত্র, দায়িত্বপ্রাপ্ত সেবকের আহ্বান : ‘কৃতজ্ঞ হও’ এর উপর সহভাগিতা করেন শ্রদ্ধেয় ভিকার জেনারেল ফাদার ইম্মানুয়েল রোজারিও। তিনি সহভাগিতায় ঈশ্বরের প্রতি, পিতা-মাতা, মণ্ডলির প্রতি এবং দেশ-দশের প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য যুবাদের আহ্বান করেন।
অংশগ্রহণকারী যুবক-যুবতীদের মধ্যে কয়েক জনকে জিজ্ঞাসা করা হয় যে, যুব দিবসে এসে কেমন লাগছে এবং কি শিক্ষা নিয়ে যাবে? তাদের মধ্য থেকে একজন
অংশগ্রহণকারী জ্যোতি সরেন বলেন, “যেহেতু আমাদের মহিপাড়া ধর্মপল্লীতে যুব দিবস টি হচ্ছে, সেহেতু আমি ও আমাদের মহিপাড়া ধর্মপল্লীর সবাই খুব আনন্দিত। এখানে অনেক কিছু শিখার ছিল যা পরর্বতীতে আমার ধর্মপল্লীতে মন্ডলীর সেবা কাজে লাগাতে পারব”।
আরেক জন অংশগ্রহণকারী হৃদয় রড্রিক্স বলেন, “আমি ভবানিপুর ধর্মপল্লী থেকে এসেছি । আমি এই যুব দিবসে এসে খুব আনন্দিত। আমি চেষ্টা করব, এখান থেকে যা শিখেছি তা আমার জীবন পথে ও আমার ধর্মপল্লীর সেবাতে প্রয়োগ করব”।
দৈনিক খ্রিস্টযাগ, ক্রুশের আরাধনা, পবিত্র ঘন্টা ও পাপস্বীকার, রোজারিমালা প্রার্থনার মধ্য দিয়ে যুবাগণ আধ্যাত্মিকভাবে সমৃদ্ধিশালী হয়েছে।
এছাড়া সন্ধ্যায় ক্যাম্প ফায়ার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুস্থ্য বিনোদন ও নৈতিক গঠন লাভ করেছে। রাজশাহী ধর্মপ্রদেশের যুব সমন্বয়কারী ফাদার নবীন পিউস কস্তা ও মহিপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুব্রত পিউরীফিকেশনের সার্বিক পরিচালনায় এবং যুব এনিমেটরদের সহযোগীতায় এবং অনেক ফাদার-সিস্টার ও খ্রিস্টভক্তদের উপস্থিতিতে অত্যন্ত ভাবগাম্ভীর্যে ও আনন্দে যুব দিবসটি উদযাপিত হয়।
Add new comment