Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
দেশে প্রথম করোনাভাইরাসের টিকা নিলেন খ্রিস্টান নার্স রুনু ভেরোনিকা কস্তা
গত ২৭ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ, বিকাল সাড়ে ৩টার পর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই টিকা দেওয়া শুরু হয়।
প্রথম টিকা নিলেন খ্রিষ্টান নারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
গণবভন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। তিনি পাঁচজনের টিকাদান প্রত্যক্ষ করেন।
প্রথমে টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। এরপর পর্যায়ক্রমে টিকা নেন ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য। যখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা আসলো, আমরা বললাম যত দ্রুত এই টিকা নেওয়া যায়। আমি ১ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছিলাম ভ্যাকসিন কেনার জন্য।’
তিনি আরও বলেন, ‘কিছু মানুষ ভালো না লাগা রোগে ভোগে। তার বলে দেশে ভ্যাকসিন আসবে কি না, এই টিকা কার্যকর হবে কি না। দেশে সমালোচনার লোক দরকার আছে। তারা যত সমালোচনা করেছে আমরা তত অনুপ্রাণিত হয়েছি।’
যারা ভ্যাকসিন নিতে এসেছেন তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমরা আশা করি এর মাধ্যমে করোনা ভাইরাস থেকে দেশের মানুষ রক্ষা পাবে। দেশবাসীকে ধন্যবাদ জানাই। কারণ তারা এগিয়ে না আসলে এত কিছু করা সম্ভব হতো না। যারা করোনায় মারা গেছেন তাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আজ ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হচ্ছে। এর মাধ্যমে ৩৬ লাখ লোককে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। টিকাদান কার্যক্রমে ৪২ হাজার কর্মী রয়েছেন। ভ্যাকসিন গ্রহীতার নিরাপত্তার জন্য চিকিৎসা রাখা হয়েছে। প্রতিক্রিয়া দেখা দিলে তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অক্সফোর্ডের এই টিকা এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন হিসেবে প্রমাণিত হয়েছে।’
অনেকে বলেছেন, ‘রুনু ভেরোনিকা কস্তা প্রথম টিকা গ্রহণ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁকে অভিনন্দন জানাই। করোনা যুদ্ধে তিনি ইতিহাসের অংশ হয়ে থাকবেন।’
গাজীপুরের হারবাইদ ধর্মপল্লীর তালটিয়া গ্রামের সন্তান রুনুর শশুর বাড়ি পাবনার মথুরাপুর ধর্মপল্লীর খরবাড়িয়া গ্রামের সলোমন গমেজের পুত্র পবন গমেজের সাথে। তাঁদের দুই সন্তান রয়েছে।
রুনু সাভারের সেন্ট যোসেফ স্কুল থেকে পড়াশোনা করে কুমুদিনী নাসিং ইন্সটিটিউট থেকে পড়াশোনা করে নাসিং পেশায় যোগ দেন। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার ফ্রন্ডলাইনার সিনিয়র স্টাফ নার্স হিসেবে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
তোমার ভয় লাগছে নাতো?: রুনুকে প্রধানমন্ত্রীর প্রশ্ন
২৭ জানুয়ারি বিকাল ৪টা ৮ মিনিটে করোনার টিকা নেওয়ার সময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিজ্ঞেস করেন, ‘তোমার ভয় লাগছে নাতো।
মাথা নাড়িয়ে রুনু বলেন, ‘না।’ এর পর শেখ হাসিনা বলেন, ‘খুব সাহসি তুমি।’
রুনুর টিকা গ্রহণের পর হাততালি দেন উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ। তখন শেখ হাসিনা বলেন, রুনু তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি সুস্থ থাক, ভলো থাক। আমি সেই দোয়া করি।’
শেষে জয় বাংলা শ্লোগান দেন করোনার টিকাদানকালীন ইতিহাসের অংশ রুনু । - সুমন কোড়াইয়া
Add new comment