Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
মহাপ্রয়াণে হলিক্রস ব্রাদার লিটন জেরম রোজারিও, সিএসসি
গত ২৬ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ, বেলা ১ টা ২০ মিনিটে ঢাকার গ্রিণরোডস্থ বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হলিক্রস ব্রাদার লিটন জেরম রোজারিও, সিএসসি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।
ব্রাদার লিটন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তাঁর সুস্থতার জন্য হলিক্রস ব্রাদার সম্প্রদায় তাঁকে ৪ জানুয়ারি চেন্নাই এ্যাপলো হাসপাতালে পাঠিয়েছিল।
১৭ জানুয়ারি ফিরে এসে তিনি মোহম্মদপুর ব্রাদার হাউজে ছিলেন। তাঁর অবস্থার অবনতি হওয়াতে পুনরায় বিআরবি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই প্রাণত্যাগ করেন।
ব্রাদার লিটন ১৯৭৯ সালের ৬ মার্চ গাজীপুরের দড়িপাড়ায় পিতা মুকুল লিও রোজারিও ও মাতা মিলন রোজারিও’র কোলজুড়ে জন্মগ্রহণ করেন।
তিনি ২০০৯ সালের ৩০ অক্টোবর শেষ ব্রত গ্রহণ করেন। পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরী স্কুলে কাউন্সিলিং-এর দায়িত্ব পালন করছিলেন ব্রাদার লিটন।
পরবর্তীতে তিনি ফিলিপাইনে কাউন্সিলিং ইন সাইকোলজি বিষয়ে পড়াশোনা করতে যান।
ব্যাক্তিগত জীবনে তিনি ছিলেন ধর্মপরায়ণ, প্রার্থনাশীল, মা- মারয়িার প্রতি ভক্তি, সহজ-সরল,নম্র, বাধ্য, বিশ্বস্ত, গুরু ভক্তি, দায়িত্বশীল । তিনি ছিলেন শিক্ষার অনুরাগী, পরিশ্রমী, সাহসী, সংগ্রামী, ত্যাগী, মিশুক, রসিক ও হাসি-খুশী, গরীবদের প্রতি উদার ও দয়াশীল।
২৭ জানুয়ারি ব্রাদার লিটনের মরদেহ সকালে নিজ ধর্মপল্লী দড়িপাড়ায় নেওয়া হবে এবং সেখানে প্রথম অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ মোহম্মদপুর ব্রাদার হাউজে নিয়ে দ্বিতীয় খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে লক্ষ্মীবাজার সেন্ট গ্রেগরী স্কুলে তৃতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ শেষে ওয়ারী কবরাস্থানে হলিক্রস ব্রাদারদের জন্য নির্ধারিত স্থানে কবরস্থ করা হবে।
Add new comment