Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
কারিতাস দিনাজপুর অঞ্চলের নব-নিযুক্ত আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন মি. রঞ্জন জন পৌল রোজারিও
গত ১৪ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দে, কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন মি. রঞ্জন জন পৌল রোজারিও ।
উক্ত অনুষ্ঠানে দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাষ্টিয়ান টুডু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ এবং কারিতাস বাংলাদেশ এর প্রেসিডেন্ট বিশপ জের্ভাস রোজারিও।
এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও, কারিতাস বাংলাদেশের অর্থ প্রশাসনের পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও, কারিতাস বাংলাদেশ দিনাজপুরের বিদায়ী আঞ্চলিক পরিচালক যোগেন জুলিয়ান বেসরা, নব-নিযুক্ত আঞ্চলিক পরিচালক রঞ্জন জন পৌল রোজারিও প্রমূখ।
কারিতাস বাংলাদেশ এর প্রেসিডেন্ট বিশপ জের্ভাস রোজারিও বলেন, “প্রথমেই ঈশ্বরকে ধন্যবাদ দিই বিদায়ী পরিচালক মি. যোগেন জুলিয়ান বেসরা’কে তার সুন্দর সেবামূলক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য। আর সেই সাথে আহ্বান জানাই নব-নিযুক্ত পরিচালক মি. রঞ্জন জন পৌল রোজারিও’কে তার সুন্দর সেবা দায়িত্ব পালন করার জন্য।”
নব-নিযুক্ত পরিচালক মি. রঞ্জন রোজারিও বলেন, “কারিতাসে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি ঈশ্বররের কাছ থেকে আসা একটি আহ্বান বলে গ্রহণ করেছি। এটি একটি মহান সেবাকাজের আহ্বান যা আমি এককভাবে পালন করার যোগ্য নই।”
তিনি আরো বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দায়িত্বের সুফল আমরা নিয়ে যেতে চাই সেই মানুষটির কাছে যিনি এই মুহূর্তে অভাবে অযত্নে অবহেলায় ভাবছেন, তাকে দেখার কেউই নেই। সেই মানুষটির পাশে ঈশ্বরের ভালবাসার ডালা নিয়ে আমরা পৌঁছাতে চাই।”
পবিত্র বাইবেলে সাধু পৌল যেভাবে বলেছেন, আমি অযোগ্য হলেও সেভাবেই বলি, এই কাজে যিনি আমার অন্তরে শক্তি দিয়েছেন, আমাদের প্রভু সেই খ্রীষ্ট-যীশুকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ বিশ্বাসযোগ্য মানুষ ব’লে মনে ক’রে আমাকে তিনিই তো নিযুক্ত করেছেন তাঁর আপন সেবাকর্মে” (১ তিমথি ১:১২); আমিও সেইভাবে বলি, তিনিই তো আমাকে নিযুক্ত করেছেন যেন আমরা শুভসংগ্রাম চালিয়ে নিয়ে যেতে পারি।
তিনি আরো বলেন, “কারিতাসের পরিবারের সঙ্গে যুক্ত থেকে আগামীতে পথচলার জন্য আমার ভিশন হলো, দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলা, যাঁরা নিরলসভাবে কাজ করে যাবেন। অভাবী, দুঃখী, বঞ্চনার শিকার মানুষের পাশে যেন মানুষ ও ঈশ্বরের ভালবাসা নিয়ে দাঁড়াতে পারেন। এ লক্ষ্যে যুগোপযোগী ধ্যান-ধারণায় ও প্রযুক্তিতে কারিতাস কর্মীদের গড়ে তোলা। আমরা নিজেদের অভিজ্ঞতাগুলোকে অন্যের সঙ্গে সহভাগিতা করে একে অন্যকে গড়ে তুলব।”
উল্লেখ্য যে, কারিতাস দিনাজপুর আঞ্চলিক অফিস ১৯৭২ সালে স্থাপিত হয়। ১৯৭২ সাল স্থাপিত হওয়ার পর ক্রমান্বয়ে অত্র কার্যালয়ে মোট ৫ জন পরিচালকের দায়িত্ব পালন করে আসেন। নবনিযুক্ত পরিচালক ৬ষ্ঠ তম পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
বিদায়ী আঞ্চলিক পরিচালক যোগেন জুলিয়ান বেসরা দিনাজপুর সদরের উত্তর গোসাইপুর এলাকার স্থায়ী বাসিন্দা তার পারিবারিক জীবনে তার সহ-ধর্মীনী ও তিন সন্তান রয়েছে।
তিনি দিনাজপুর আঞ্চলিক পরিচালকের দায়িত্বে নিয়োজিত হয়েছিলেন ২০১০ সালের ২৬ জুন, পরিচালকের দায়িত্বের পূর্বে তিনি বিভিন্ন স্থানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি তার জীবনের ৩১ বছর কারিতাসের সেবা দিয়ে এসেছেন।
Add new comment