চট্টগ্রাম চন্দনাশে কারিতাস কর্তৃক বিশ্ব এইডস দিবস উদযাপন

বিশ্ব এইডস দিবস উদযাপন

সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ চন্দনাইশ উপজেলাস্থ ÒGLOBAL SOLIDARITY, SHSRE RESPONSIBILTY ” এর বাংলা “সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব” এই মুলভাবের আলোকে প্রজনন ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প আয়োজনে বিশ্ব এইডস দিবস ২০২০ উদযাপন করা হয়।

সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ সামনে রাস্তা একবার প্রদক্ষীন করে র‌্যালী শেষে মো: ইমরান হাসান, লিডার, আরিফশাহ পাড়া কিশোর দল এর সার্বজনীন প্রার্থনা মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠান শুরু হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, মি: সুপন চৌধুরী, সভাপতি, সাতবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য কমিটি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জমির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান, উপস্থিত ছিলেন, মো: শহীদ উল্লা মুন্না সম্পাদক, পল্লী প্রভা সুশীল এবং মি: প্রনব কুমার বড়ুয়া, সাতবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য কমিটি সদস্য এবং পূর্ব সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ২ জন শিক্ষক নাজিরহাট, চন্দনাইশ।

কারিতাসের ভিনসেন্ট ত্রিপুরা ও জসিন্তা দাশ, সহকারী মাঠ কর্মকর্তা, প্রজনন ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প,  ইউপি সদস্য  খদিজা বেগম। আরো সহভাগিতায় অংশগ্রহণ করেন মিস্ ফারজানা আলম, লিডার, আরিফ শাহ পাড়া কিশোরী দল।

উক্ত সভায় ৪০ জন পুরুষ, ৪০ মহিলা এবং সর্বমোট ৮০ উপস্থিত ছিলো।-ভিনসেন্ট ত্রিপুরা

Add new comment

3 + 14 =