মারীয়ার নির্মল হৃদয় কাটেখিস্ট সন্ন্যাস সংঘের সিস্টারদের সন্ন্যাস জীবনের ব্রত গ্রহণ ও জুবিলী উদযাপন

সিস্টারদের সন্ন্যাস জীবনের ব্রত গ্রহণ ও জুবিলী উদযাপন

গত ৬ জানুয়ারী ২০২১ খ্রিস্টাব্দে, দিনাজপুর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল ধর্মপল্লীতে দূতগণের রাণী মারীয়ার নির্মল হৃদয়ের কাটেখিস্ট সন্ন্যাস সংঘের সিস্টারদের সন্ন্যাস জীবনের সুবর্ণ,  রজত জয়ন্তী, আজীবন ও প্রথম সন্ন্যাস ব্রত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ।

এ দিনটি ঈশ্বরের পরিকল্পনায় সংঘের ১২জন ভগ্নীর জীবনের জন্য একটি স্মরণীয় ও আর্শীবাদের দিন। এই দিনে সন্ন্যাস জীবনের সুদীর্ঘ ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী পালন করেন সিস্টার এনরিকা রোজারিও ও সিস্টার লেটিশিয়া লুসি কস্তা।

সেই সাথে আরো তিন জন ভগ্নি সিস্টার যোসফিন সরেন, সিস্টার সন্ধি তেরেজা ক্রুশ ও সিস্টার বীনা আনাস্তাসিয়া রোজারিও ২৫ বছর খ্রিস্টযীশুতে বিশ্বস্ত থেকে তাঁর অতিন্দ্রিয় ভার্যা হিসেবে খ্রিস্টের সাক্ষ্য বহনে রজত জয়ন্তীর জুবিলী পালন করেন।

অন্যদিকে সব কিছু দেখে, জেনে, শুনে ও অভিজ্ঞতা করে জগতের মোহমায়া ত্যাগ করে আজীবন সন্ন্যাস ব্রত গ্রহণের মাধ্যমে যীশুকে পরম গুরু হিসাবে অনুসরণ করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সিস্টার দীপা বার্থলমেয় মন্ডল, সিস্টার এমিলিয়া খালক এবং সিস্টার ললিতা তির্কী ।

একই সাথে এই দ্রুত পরিবর্তনশীল ও অস্থির এ ডিজিটালের যুগে সবকিছুর মধ্যে আধুনিকতার ছোঁয়া থাকা সত্বেও দৃঢ়তার সাথে বুকে সাহস নিয়ে, সমস্ত প্রতিকুলতাকে অতিক্রম করে যীশুকে জীবনের পরম বন্ধু হিসেবে বেঁছে নিয়ে সন্ন্যাস জীবনে প্রথম ব্রত গ্রহণ করেন আরো চারজন বোন সিস্টার মার্টিনা হাঁসদা, সিস্টার অমিতা হেম্ব্রম, সিস্টার প্রভাতী টপ্য ও সিস্টার শিশিলিয়া দিওয়া ।

এই মহতি অনুষ্ঠানে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন দিনাজপুর ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ সোবাষ্টিয়ান টুডু এবং উপদেশ বাণী রাখেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও।

বিশপ জের্ভাস রোজারিও বলেন, “আমাদের কোন বিশেষ গুনের জন্য ঈশ্বর আমাদের আহ্বান করেন না, তিনি আমাদের ভালবাসেন তাই তিনি তাঁর কাজের জন্য আমাদের আহ্বান করেন। ঈশ্বরই আমাদের প্রথম ভালবেসেছেন তাই তাঁর ভালবাসা আমাদের জীবন দিয়ে উপলব্ধি করতে হবে।”

তিনি বলেন, “ব্রতীয় জীবনের সৌন্দর্য প্রকাশিত হয় অন্তরের সৌন্দর্য থেকে। সন্ন্যাস জীবন-পথ সব সময়ের জন্য সরল নয়। হাসি-বেদনার মধ্যদিয়ে তাকে এগিয়ে যেতে হয়। মাঝে-মধ্যে মনে হতে পারে ‘বৃথাই জীবন’। কিন্তু ঈশ্বরের রাজ্যে যারা নিবেদিতা, জীবনের হাসি-কান্নার পরে তাদের জন্য অপেক্ষা করে থাকে ‘আনন্দ’। জীবন সুখের হয় তখনই, যখন কেউ দুঃখকে জয় করতে পারেন।”

সন্ন্যাস জীবনে সুবর্ণ ও রজত জয়ন্তী পালনকারী সিন্টারগণ তাদের অনুভুতি ব্যক্ত করে বলেন, “আসলে ঈশ্বর প্রতিনিয়ত তাঁর ভালবাসা প্রকাশ করে যাচ্ছেন আমাদের জীবনের মধ্য দিয়ে। আমরা উপলব্ধি করেছি ঈশ্বর দয়ালু ও প্রেমময়।”

আজীবন ব্রতগ্রহণকারী সিস্টার ও প্রথম সন্ন্যাস ব্রত গ্রহণকারী সিস্টারগণ অতি আনন্দের সাথে ব্যক্ত করে বলেন,  “ঈশ্বর তাদের এ জীবনে আহ্বান করেছেন এবং ভালবেসেছেন তাই ঈশ্বরকে অনেক ধন্যবাদ।”

সংঘের সুপিরিয়র জেনারেল সিস্টার রেবেকা কিসপট্টা, সিআইসি বলেন, “আহুত অনেকে কিন্তু মনোনীত অল্প, তাই ঈশ্বর অনেকের মধ্য থেকে আপনাদের বেঁছে নিয়েছেন সেবা করার জন্য এবং এ জীবনে চলার শক্তিও দিচ্ছেন তাই ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই।”

তিনি আরো বলেন, “আমরা সাধারণ কিন্তু ঈশ্বর আমাদের অসাধারণ করে তুলেছেন । জগতের অনেক কিছুই বিভিন্ন সময়ে এই ভগ্নীদের স্বেচ্ছায় বেঁছে নেওয়া জীবন প্রতিজ্ঞায় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে তাই আজকের দিনে তাদের প্রতি আমার কামনা এই ভগ্নীগণ যেন, তাদের বেঁছে নেওয়া ত্যাগের এই জীবন যাত্রায় আজীবন স্থির থাকতে পারেন এবং যীশুর জীবনাদর্শকে সম্বল করে শেষ দিন পর্যন্ত প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে কাজ করে যেতে পারেন।”

সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে এই পবিএ অনুষ্টানে  ২জন বিশপসহ প্রায় ৩০জন যাজক, সিস্টার, ব্রাদার, উৎসব উদযাপনকারীদের আতীয়-সজন এবং খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন।- সিস্টার পিরিনা দাস

Add new comment

3 + 4 =