ফিডেসের তথ্য অনুসারে সারা বিশ্বে ২০২০ খ্রিষ্টাব্দে ২০ জন মিশনারি নিহত

সারা বিশ্বে ২০২০ খ্রিষ্টাব্দে ২০ জন মিশনারি নিহত

ভাটিকানের সংবাদ সংস্থা এ্যাজেনজা ফিডেসের তথ্য অনুসারে ২০২০ খ্রিষ্টাব্দে সারা বিশ্বে ২০ জন মিশনারি নিহত হয়েছেন।

তাঁদের মধ্যে আট জন যাজক, এক জন ব্রাদার, তিন জন সিস্টার, দুই জন সেমিনারীয়ান ও ছয় জন সাধারণ খ্রিষ্টভক্ত।

চলতি বছর সব চেয়ে বেশি মিশনারি নিহতের ঘটনা ঘটেছে আমেরিকায়- আট জন (পাঁচ জন যাজক ও তিন জন সাধারণ খ্রিষ্টভক্ত)। এ ছাড়া আফ্রিকায় এক জন যাজক, তিন জন সিস্টার, এক জন সেমিনারীয়ান ও দুই জন খ্রিষ্টভক্ত নিহত হয়েছেন। এশিয়ায় এক জন যাজক, এক জন সেমিনারীয়ান ও একজন  খ্রিষ্টভক্ত নিহত হয়েছেন। অন্যদিকে ইউরোপে একজন যাজক ও একজন ব্রাদার নিহত হয়েছেন।

২০০০ হতে ২০২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিগত বিশ বছরে ৫৩৫ জন মিশনারি প্রেরিতিক কাজ করতে গিয়ে নিহত হয়েছেন, তাঁদের মধ্যে পাঁচজন বিশপ রয়েছেন।

এ্যাজেনজা ফিডেস যাঁরা বাপ্তিস্ম গ্রহণ করে থাকেন তাঁদেরই মিশনারি হিসেবে গণ্য করে উপরের তথ্য উপস্থাপন করেছে।- ফিডেস

Add new comment

2 + 0 =