Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
শুভ নববর্ষ – ২০২১
খ্রিষ্টীয় নববর্ষ ২০২১-এর আজ প্রথম দিন। তাই সকল শুভানুধ্যায়ীদের জানাই খ্রিষ্টীয় নববর্ষ ২০২১-এর শুভেচ্ছা।
খ্রিষ্টীয় নববর্ষ আপনাদের সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। দূর হোক ২০২০-এর করোনা মহামারির বিষ।
আমরা প্রত্যাশা করি নতুন বছর হবে করোনা মুক্ত। যারা করোনায় কাজ হারিয়েছেন, ব্যবসায় ক্ষতির সম্মুখিন হয়েছেন- তাঁরা নতুন বছরে আবার ঘুরে দাঁড়াবেন।
বিগত বছরে যাঁরা করোনায় মারা গেছেন তাঁদের আত্মার কল্যাণ কামনা করি এবং যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের সুস্থতা কামনা করি।
২০২১ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর। ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের আত্মদানে অর্জিত এই দেশ। তাই সবার প্রতি রইল সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা।
আমাদের প্রত্যাশা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের নতুন শপথ ও অঙ্গীকার নিয়ে শুরু হোক ২০২১ খ্রিষ্টবর্ষ। কোভিড-১৯ মহামারি অবসান হোক; দুঃসময় কেটে গিয়ে আসুক আশা ও আলোকিত দিন। শুভ নববর্ষ !
Add new comment