বাংলাদেশ কাথলিক নার্সেস গীল্ডের সাধারন সভা ও নির্বাচন

কাথলিক নার্সেস গীল্ডের সাধারন সভা

বাংলাদেশ কাথলিক নার্সেস গীল্ডের ৪১তম সাধারন সভা ও ২১তম নির্বাচন অনুষ্ঠিত হয় ।

অনষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাথলিক নার্সেস গীল্ডের সম্মানিত সভাপতি এ্যাগনেস হালদার ,প্রধান অতিথি ছিলেন শ্রদ্ধেয় ফাদার কমল কোড়াইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু , ডাঃ এডুর্ওয়াড পল্লব রোজারিও,অধ্যাপক মেবেল ডি রোজারও, সহ সভাপতিবাংলাদেশ কাথলিক নার্সেস গীল্ড ।

অনুষ্ঠানের শুরুতে পবিএ খ্রীষ্টযাগ উৎসর্গ  করেন শ্রদ্ধেয় ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু এবং শ্রদ্ধেয় ফাদার কমল কোড়াইয়া ৷

অনুষ্ঠানের শুরুতে স্বাগতিক বক্তব্য রাখেন সভাপতি এ্যাগনেস হালদার, এরপর অন্যান্য অতিথিবৃন্দদের বক্তব্য রাখেন ।

৪১তম সাধারন সভা ও বক্তব্য পর্ব শেষে, ২১তম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে ছিলেন  শ্রদ্ধেয় ফাদার কমল কোড়াইয়া ,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু ও ডাঃ এডুর্ওয়াড পল্লব রোজারিও দায়িত্ব পালন করেন। 

৩৭জন সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন লিউনী লিপিকা রোজারিও সাধারন সম্পাদক বাংলাদেশ কাথলিক নার্সেস গীল্ড । এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে  ডাঃ এডুর্ওয়াড পল্লব রোজারিও এর বক্তব্য মধ্যে দিয়ে  অনুষ্ঠানের  সমাপ্তি ঘোষনা করা হয় ।- মালা রিবেরু

Add new comment

1 + 0 =