Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে “বাণী পাঠক” সেবা দায়িত্ব প্রদান অনুষ্ঠান
গত ৩রা ডিসেম্বর ২০২০ খ্রীষ্টাব্দ সাধু ফ্রান্সিস জেভিয়ারের পর্ব দিবসে পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই পবিত্র খ্রীষ্টযাগের মধ্যদিয়ে দর্শনশাস্ত্র ২য় বর্ষের ১৩ জন সেমিনারীয়ান ভাইকে বাণী পাঠকের সেবা দায়িত্ব প্রদান করেন।
‘এই পবিত্র শাস্ত্র গ্রহণ কর এবং ঐশবাণী বিস্তারের কাজে বিশ^স্ত থাক, যেন তা তাঁর জনগণের অন্তরে সুদৃঢ় হ’তে পারে।’
খ্রীষ্টযাগের প্রারম্ভে পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মহোদয়কে সকলের পক্ষে শুভেচ্ছা জানান সেমিনারীর পরিচালক শ্রদ্ধেয় ফাদার প্যাট্রিক শিমন গমেজ।
খ্রীষ্টযাগে পরম শ্রদ্ধেয় আর্চবিশপ তাঁর উপদেশে বলেন যে, বাণী সেবক অভিষেকের কোন পদ নয়, তবুও অনেক গুরুত্বপূর্ণ একটি সেবা দায়িত্ব। বাণী খুবই শক্তিশালী। পোপ ফ্রান্সিস তাঁর ‘মঙ্গলসমাচারের আনন্দ’ প্রৈরিতিক পত্রেও এই কথা বলেন। বাণী পাঠক সেবা দায়িত্ব লাভের মধ্য দিয়ে আমরা যাজক হওয়ার পথে একধাপ সামনে এগিয়ে যাই।
তিনি আরো বলেন, “তোমরা সেবার জন্য আনন্দ চিত্তে সাড়া দান করেছ যেন নিজেদেরকে আরো বেশি নিয়োজিত রাখতে পার। প্রভুর বাণী পাঠ ক’রে ও তা ধ্যান করে প্রথমে তা আত্মস্থ করতে হবে এবং প্রচার করতে হবে”।
প্রবক্তা জেরেমিয়া ও এজিকিয়েলের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “তাঁরা বাণী খেয়ে ফেলেছিলেন যার অর্থ তাঁরা বাণীকে সম্পূর্ণরূপে আত্মস্থ করেছিলেন। আমাদেরও বাণীর সাথে একাত্ম হতে হয়”।
বিশপ মহোদয় বলেন, মণ্ডলীর ২টি বেদী একটি হলো বাণী বেদী আর একটি হলো যγ বেদী। আমাদের বাণীকে নিজ জীবনে ধারণ করতে হবে এবং বিশ^স্ততা ও নিষ্ঠার সঙ্গে এই বাণী প্রচার করতে হবে এবং অন্যদের আলোকিত করতে হবে।
বাণী পাঠক সেবা দায়িত্ব গ্রহণকারী ভাইয়েরা হলেন, দিনাজপুর ধর্মপ্রদেশের - আলবার্ট টুডু, বরিশাল ধর্মপ্রদেশের - অঞ্জন ফ্রান্সিস সিকদার, রোমান মারচেল্লো বাড়ৈ ও টমাস রনি গোমেজ, ময়মনসিংহ ধর্মপ্রদেশের - অপূর্ব আব্রাহাম ঘাঘরা, রাজশাহী ধর্মপ্রদেশের - হৃদয় মাইকেল পিউরিফিকেশন, মিঠুন সামুয়েল গমেজ ও পল পলাশ সরেন, সিলেট ধর্মপ্রদেশের - খোকন ফ্রান্সিস নায়েক ও ম্যাক্সিমিলিয়ান সালমান রাবন, ঢাকা মহা ধর্মপ্রদেশের - লিয়ন লরেন্স ক্রুজ, চট্টগ্রাম মহা ধর্মপ্রদেশের - স্যান্ডি এডুয়ার্ড ডায়েস ও সাধুমণি ফ্রান্সিস ত্রিপুরা।
খ্রীষ্টযাগের পর বাণী পাঠক সেবা দায়িত্ব গ্রহণকারী ভাইদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং পরবর্তীতে আর্চবিশপ মহোদয়কে ফুল, গান ও ক্ষুদ্র উপহারের মধ্যদিয়ে শুভেচ্ছা, স্বাগতম ও ধন্যবাদ জনানো হয়।
আর্চবিশপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে এটিই ছিল তাঁর প্রথম আগমন। - স্যান্ডি এডুয়ার্ড ডায়েস
Add new comment