বান্দরবান ধর্মপল্লীর অধীনস্থ জর্দান ত্রিপুরা পাড়ায় মারিয়া গ্রটো উদ্বোধন

বান্দরবান জর্দান ত্রিপুরা পাড়ায় মারিয়া গ্রটো উদ্বোধন

২ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দে, বান্দরবান ধর্মপল্লীর অধীনস্থ জর্দান পাড়াতে  মা মারিয়ার গ্রটোর উদ্বোধনী অনুষ্ঠান হয়।  

জর্দান পাড়ার মানুষের মা-মারিয়ার প্রতি গভীর ভক্তি, শ্রদ্ধা ও ভালবাসার চিহ্ন স্বরূপ এই গ্রটো তৈরী করা হয়।

পাল-পুরোহিত ফাদার বিনয় গমেজ এর উদ্যোগে ও সহকারী পাল পুরোহিত ফাদার কেবিন কুবি'র সহযোগিতায়, পবিত্র ক্রুশ সম্প্রদায় ও পাড়ার মানুষের  সমন্বিত অর্থায়নে গ্রটোর যাবতীয় কর্মকাণ্ড সুসম্পন্ন হয়।  

অনুষ্ঠানে পাড়াবাসীসহ ফাদার, ব্রাদার, সিস্টার, প্রচারক ও ক্যাটিখিস্টগণ উপস্থিত ছিলেন। এই মহতী উদ্যোগের জন্য সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Add new comment

9 + 8 =