Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
খুলনা ধর্মপ্রদেশের সেন্ট মেরীস্ ধর্মপল্লীতে ৪ জন ডিকন যাজক পদে অভিষিক্ত
গত ২০ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দে, খুলনা ধর্মপ্রদেশের ৪ জন ডিকন জয় সলোমন মণ্ডল (বড়দল ধর্মপল্লী), ডিকন রনি লাজার মণ্ডল (কার্পাসডাঙ্গা ধর্মপল্লী), ডিকন বিপ্লব রিচার্ড বিশ্বাস (শিমুলিয়া ধর্মপল্লী) ও ডিকন আনন্দ যোসেফ মণ্ডল সিএসসি (সাতক্ষীরা ধর্মপল্লী), মুজগুন্নী সেন্ট মেরীস্ ধর্মপল্লীতে, খুলনার ধর্মপাল বিশপ জেমস্ রমেন বৈরাগী কর্তৃক যাজক পদে অভিষিক্ত হন।
১৯ নভেম্বর সোনাডাঙ্গা উপধর্মপল্লী বিশপস্ হাউজ মাঠে ডিকনদের কল্যাণ কামনায় গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতপর পবিত্র আরাধনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবাণী অনুধ্যানে ফাদার নরেন বলেন যে, অভিষিক্ত যাজক খ্রিস্টের পরিত্রাণদায়ী কাজকে নিজের প্রৈরিতিক কাজ হিসেবে গ্রহণ করে ঈশ্বরের জনগণকে প্রতিপালন করবে। পদ-পদবী, সস্মানের আসন পাবার কাঙ্গালপনা বাদ দিয়ে, দীন-দরিদ্রদের আত্মিক ক্ষুধা পিপাসা নিবারণ করবে।
মুজগুন্নী সেন্ট মেরীস্ ধর্মপল্লীর গির্জায় বিশপ জেমস্ বৈরাগী তাদের যাজক পদে অভিষিক্ত করেন। খ্রিস্টযাগের পরে খুলনা ধর্মপ্রদেশের পক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৪ জন যাজককে সংবধনা ও শুভেচ্ছা প্রদান করা হয়।-ফাদার নরেন জে বৈদ্য
Add new comment