বাংলাদেশ রাজশাহী কারিতাস এর উদ্যোগে বিশ্ব শিশু দিবস উদযাপন

রাজশাহী কারিতাস এর উদ্যোগে বিশ্ব শিশু দিবস উদযাপন

গত ১৯ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ কারিতাস লাইফ প্রকল্পের উদ্যোগে মহিষবাথানস্থ কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক অফিসের হলরুমে অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হলো বিশ্ব  শিশু দিবস।

শিশু দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল- “শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নুতন করে ।”

শিশুরা যাতে শিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা পাওয়া এবং নৈতিকতা মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে এ বিষয়ে উপস্থিত সকলের সচেতনতার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়।

উক্ত দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশপ জের্ভাস রোজারিও, বিশপ, রাজশাহী ধর্মপ্রদেশ এবং প্রেসিডেন্ট কারিতাস বাংলাদেশ। সভাপতির আসন গ্রহণ করেন কারিতাস রাজশাহীর আঞ্চলিক পরিচালকের পক্ষে মি: দীপক এক্কা, প্রোগ্রাম অফিসার (ডিজেস্টার ম্যানেজমেন্ট) কারিতাস রাজশাহী অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৫নং ওয়ার্ড এর কাউন্সিলর জনাব মো: কামরুজ্জামান এবং কর্মসূচি কর্মকর্তা (স্বাস্থ্য), কারিতাস রাজশাহী অঞ্চল মিস লুচিয়া মার্ডী।

মি: দীপক এক্কা, প্রোগ্রাম অফিসার (ডিজেস্টার ম্যানেজমেন্ট) কারিতাস রাজশাহী অঞ্চল- তিনি বলেন আজ বিশ্ব  শিশু দিবসে সকল শিশুদের জন্য শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন।

তিনি বলেন, আজকের দিন শিশুদের উৎসব মূখর দিন। আনন্দ করার পাশাপাশি শিশু অধিকার সম্পর্কে আমাদের জানতে হবে। বড়দের কথা শুনতে হবে এবং নিজের জীবনকে ভালো পথে চালাতে হবে।

মি: সুক্লেশ জর্জ কস্তা আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল তিনি বলেন, কোভিড-১৯ এর সময় সকল শিশু যাতে ভালোভাবে লেখাপড়া করে। শিশুরা এই সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে আছে ফলে অনেক শিশুর নতুন করে লেখাপড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে। সুতরাং এমন মনোভাব যাতে কোন শিশুর মনে না হয়। শিশুরা যাতে বাবা-মাসহ বড়দের সম্মান করতে শেখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশপ জের্ভাস রোজারিও শিশুর উদ্দেশ্যে বলেন, শিশুরা হলো আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে যাতে আমরা সুন্দর একটি পৃথিবী পেতে পারি এজন্য শিশুদের এখন থেকে মূল্যবোধ ও নৈতিকতা বিষয়ক শিক্ষা অর্জন করা দরকার।

তিনি আরো বলেন, শিশুরা নিজেদের যেমন ভালোবাসে তেমনি যাতে অন্য শিশুদেরও নিজের ভাইবোন মনে করে ভালোবাসা প্রদর্শণ করে। প্রত্যেকে নিজ ধর্মসহ অন্য ধর্মকে শ্রদ্ধা ও সম্মান করতে শিখে এবং বাবা-মার বাধ্য থাকে। তিনি শিশুদের ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখার পরামর্শ রাখেন।

বিশেষ অতিথি জনাব মো: কামরুজ্জামান কামরু, কাউন্সিলর ওয়ার্ড নং-৫, রাসিক বলেন - শিশুরাও অবহেলিত নয়, শিশুরাও বড়দের মতো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শিশুরা যাতে নিজেদের ছোট মনে করে যাতে গুটিয়ে না রাখে। তারা পরিবারে ও মহল্লাতেও নানা রকম ভালো কাজের মধ্য দিয়ে নিজেদের ভালো গুণ গুলো প্রকাশ করতে পারে।

লাইফ প্রকল্পের মনিটর মিস লুচিয়া মার্ডী- কর্মসূচি কর্মকর্তা (স্বাস্থ্য), কারিতাস রাজশাহী অঞ্চল  তিনি বলেন, ১৯৮৯ খ্রিস্টাব্দের ২০ নভেম্বর জাতিসংঘ শিশুদের অধিকার বিষয়ক সনদ প্রকাশ করে । আর এই দিনটিই শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। আমরা এক দিন পূর্বে উদযাপন করছি। আজকের দিনে তিনি শিশুদের অধিকারসমূহ পুনরায় স্মরণ করে দিলেন সকল শিশুদের।

পথশিশু রবি দাস বলেন, আজকের শিশু দিবস আমার খুব ভালো লেগেছে। শিশু দিবস সকল শিশুর জন্য আনন্দের দিন। আজ আমি ডিসকো ডান্স এর জন্য প্রথম পুরষ্কার পেয়েছি এজন্য আমি খুব খুশি।

পথশিশু উর্মিলা খাতুন বলেন, আমি সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশাত্ববোধক গান-এই পদ্মা,এই মেঘনা গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম আমি প্রথম হয়েছি। আজ পুরষ্কার পেয়েছি, আমি খুব খুশি।

অনুষ্ঠানে ১২০ জন সুবিধাবঞ্চিত শিশু উপস্থিত ছিলেন। দিবস উদযাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম গান, নাচ, কবিতা ও ছড়া আবৃতি, চিত্রাংকন, গল্প বলা ও মাটির কাজ প্রতিযোগিতায় বিজয়ী ১২০ জন শিশুকে পুরস্কৃত করা হয়।

Add new comment

2 + 17 =