Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
খুলনা সেন্ট যোসেফস্ ক্যাথিড্রালে মহাখ্রিস্টযাগ ও আন্তধর্মীয় সংলাপ
৮ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দে, খুলনা সেন্ট যোসেফস্ ক্যাথিড্রালে মহাখ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। পবিত্র খ্রিস্টযাগের পরে কার্ডিনাল ও বিশপগণ সেন্ট যোসেফস্ হাই স্কুল পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষিকা ও স্কুল ম্যানেজিং কমিটির সাথে মতামত বিনিময় করেন।
এসময় কার্ডিনাল শিক্ষকদের উদ্দেশে বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি ছেলেমেয়েদের একজন সুদক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবেন। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়; বরং মর্যাদাপূর্ণ মানুষ তৈরিতে প্রয়োজনীয় শিক্ষা প্রদান করবেন, সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করবেন।
পরে সকল বিশপগণ বাগেরহাটে অবস্থিত ষাট গম্বুজ মসজিদ ও খানজাহান আলী মাজার পরিদর্শনের উদ্দেশে যাত্রা করেন। সেখানে বিভিন্ন ধর্মের মানুষদের সাথে আন্তধর্মীয় সংলাপে নিজ-নিজ ধর্মের আলোকে পারস্পারিক ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।
উপস্থিত ভিন্ন ধর্মালম্বীরা কার্ডিনালসহ সকল বিশপগণের এ সফরকে ঐতিহাসিক সফর বলে অভিহিত করেন এবং এ সফর এই অঞ্চলের বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কার্ডিনাল খ্রিস্টীয় আদর্শ সহভাগিতার মধ্যদিয়ে যিশু খ্রিস্টের আদর্শ ও প্রতিবেশীর প্রতি ভালোবাসার মাধ্যমে মিলন সমাজ গঠনে সবাইকে অনুপ্রাণিত করেন এবং এই সুন্দর আয়োজন ও সবার উপস্থিতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরিশেষে উপস্থিত মৌলভী এবং মুসলিম ধর্মীয় নেতাদের সাথে এক সংক্ষিপ্ত প্রার্থনায় মিলিত হন এবং বিশ্ব শান্তির উদ্দেশে প্রার্থনা করেন।
খুলনা বিশপ হাউজে কার্ডিনাল ও বিশপগণ খুলনা মহানগরের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক’এর সাথে দেখা করেন। এই সময় কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিটি কর্পোরেশনের মেয়রকে বলেন, আপনার সুদক্ষ নেতৃত্ব ও আন্তরিকতায় খুলনা ধর্মপ্রদেশের খ্রিস্টবিশ^াসীরা যে সম্প্রীতি ও ভালোবাসা নিয়ে নগরে বসবাস করছে, তা সকলের কাছে অনুকরণীয়। পরে কার্ডিনাল উপহার প্রদানের মধ্যদিয়ে মেয়র মহোদয়কে কৃতজ্ঞতা জানান।
মেয়র বলেন, আমি দীর্ঘদিন যাবত মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। আপনাদের এই সফর আমাদেরকে মানুষের সেবায় নিস্বার্থভাবে কাজ করতে আরো বেশি অনুপ্রাণিত করবে। আপনারা আমার পাশে থাকবেন এবং আমিও সবসময় আপনাদের পাশে থাকব।
পরিশেষে, তিনি কার্ডিনাল ও সকল বিশপগণকে আবারো খুলনায় আসার আমন্ত্রণ জানিয়ে বিশপ রমেন আলোচনা পর্ব শেষ করেন।
বিকালে কার্ডিনাল মহোদয়সহ বিশপগণ যশোর জেলার কেশবপুরে অবস্থিত মাইকেল মধূসুদনের সাগরদাড়ির বাড়িটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা কুষ্টিয়া জেলার কার্পাসডাঙ্গা ও ভবরপাড়া ধর্মপল্লীর উদ্দেশে যাত্রা করেন।
Add new comment