বাংলাদেশ কাথলিক বিশপস সম্মিলনীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাজার পরিদর্শন

বিশপস সম্মিলনীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাজার পরিদর্শন

গত ৭ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দে, খুলনা ধর্মপ্রদেশের বিশপ হাউজে (সোনাডাঙ্গা উপকেন্দ্র) প্রভু যিশুর গির্জায় কার্ডিনালসহ সকল বিশপগণ পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন।

খ্রিস্টযাগের পরে সোনাডাঙ্গা উপকেন্দ্র, কার্ডিনাল, আর্চবিশপ ও বিশপগণদের শুভেচ্ছা জানানো হয়। এরপরে বিশপগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর বিদেহী আত্মার কল্যাণ ও দেশবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

কার্ডিনাল মহোদয় ও বিশপগণ শ্রদ্ধাভরে জাতির জনক বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণী নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতিতে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাংসদ এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার-এর আমন্ত্রণে চালনা ধর্মপল্লীর লাউডোব গ্রাম পরিদর্শন করেন। বিশপগণ উপস্থিত প্রায় ২০০০ ভক্তজনগণের উদ্দেশে মিলন সমাজ গঠনে খ্রিস্টীয় মূল্যবোধ ও বিশ^াসের ওপর আলোকপাত করেন।

কার্ডিনাল মহোদয় মিলনের এই তীর্থযাত্রায় শামিল হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে পোপ মহোদয়ের বিশেষ আহ্বানে ও প্রকৃতি এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং এই ধরণী সুরক্ষায় সচেষ্ট হতে সবাইকে বিশেষ আহ্বান জানান।

গ্রামীণ নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আত্মনির্ভরশীল পরিবার গঠনের লক্ষ্যে সাংসদ গ্লোরিয়া ঝর্না সরকার-এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ, হস্ত শিল্প ও মৎস্য উন্মুক্তকরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং সিবিসিবি-এর পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদানেরও ঘোষণা দেন।

ক্ষুদ্র-ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে স্বনির্ভর সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

Add new comment

10 + 0 =