পরিবারে জপমালা প্রার্থনা বিষয়ক সেমিনার

ধর্মহাটা গির্জায় জপমালা প্রার্থনা বিষয়ক সেমিনার

গত সপ্তাহে রাজশাহী ধর্মপ্রদেশ, ফ্যামিলি রোজারি মিনিস্ট্রি’ টিম এর আয়োজনে ক্যাথিড্রাল ধর্মপল্লীর অধীনস্থ ধর্মহাটা গির্জায় প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী নিয়ে ‘পরিবারে জপমালা প্রার্থনা বিষয়ক’ একটি সেমিনারের আয়োজন করা হয়।

এই সেমিনারের মূলসুর ছিলো  ‘যে পরিবার একত্রে প্রার্থনা করে সে পরিবার একত্রে বাস করে’। প্রদীপ প্রজ্জোলন ও রোজারিমালা প্রার্থনার মধ্যদিয়ে এই সেমিনারটি শুরু হয়।

ফ্যামিলি রোজারি মিনিস্ট্রি’ টিম ধর্মপ্রদেশের বিভিন্ন  ধর্মপল্লীতে আধ্যাত্মিক ও প্রেরণামূলক বিভিন্ন সেমিনার আয়োজন করে থাকে যার  মূল লক্ষ্য হল প্রতিটি পরিবারে পরিবারে যেন খ্রিস্টবিশ্বাসীগণ রোজারি প্রার্থনা করার মধ্য দিয়ে পরিবারে শান্তি  একতা, মিলন ও ভালবাসায়  জীবনযাপন করতে পারেন। কুমারী মারিয়ার আদর্শ অনুসরণ করে একটি পবিত্র পরিবার গঠন করতে অনুপ্রেরণা লাভ করেন।

শ্রদ্ধেয় ফাদার পল গমেজ তার উপদেশ সহভাগিতায় বলেন,  ‘রোজারিমালা প্রার্থনা আমাদের খ্রীষ্টিয় পরিবারে খুবই প্রচলিত একটি ভক্তিমূলক প্রার্থনা যার মধ্য দিয়ে আমরা কুমারী মারিয়ার কাছে সকল চাওয়া-পাওয়া নিবেদন করতে পারি আর মা আমাদের সবার প্রার্থনাই শোনেন ও পূরণ করেন।”

তিনি আরো বলেন, ‘মা মারিয়া হলেন আমাদের বিপদের সহায়তাকারিনী, দুঃখ-কষ্টে শান্তনাদায়িনী। বর্তমান বিশ্বে কঠিন এক কঠিন বাস্তবতায় কুমারী মারিয়ার কাছে যেন আমরা আরও বেশি করে রোজারিমালা করি এবং শান্তি ও একতার পরিবার গড়ে তুলি।” 

এছাড়াও উক্ত সেমিনারে মূল বিষয়ের উপর উপর সহভাগিতা করেন শ্রদ্ধেয় ফাদার উত্তম রোজারিও ও ‘ফ্যামিলি রোজারি মিনিস্ট্রি আন্দোলন ও এর কার্যক্রম’ এর উপর সহভাগিতা করেন শ্রদ্ধেয় ফাদার সুরেশ পিউরীফিকেশন। আর ‘ফ্যামিলি রোজারি মিনিস্ট্রি’র টিম এর পক্ষ থেকে ২ জন সিস্টার নিজের জীবনে কুমারী মারিয়ার মধ্যস্থায় ফল পাওয়ার জীবনসাক্ষ্য সহভাগিতা করেন।

পরিশেষে রাজশাহী ফ্যামিলি রোজারি মিনিস্ট্রি’র টিম এর পরিচালক ফাদার সুরেশ পিউরীফিকেন সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। - ফাদার সুরেশ পিউরীফিকেশন

Add new comment

8 + 1 =