Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
স্বাস্থ্য ভলেন্টিয়ারদের নিয়ে অনুষ্ঠিত হলো বস্তির স্বাস্থ্য প্রশিক্ষণ
গত সপ্তাহে, কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন লাইফ প্রকল্পের স্বাস্থ্য ভলেন্টিয়ারদের নিয়ে অনুষ্ঠিত হলো বস্তির স্বাস্থ্য অবস্থা মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ।
ভলেন্টিয়ারগণ শিশুদের নিয়মিত স্কুলে যাওয়া, বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা, সঠিক নিয়মে হাত ধোয়া, টয়লেট ব্যবহার, কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে চলা বিষয়গুলো মনিটরিং করে থাকে।
লাইফ প্রকল্প ১৫টি বস্তির স্বাস্থ্য অবস্থাসহ শিক্ষা অবস্থা মনিটরিং এর জন্য বস্তি প্রতি ৫জন করে মোট ৭৫ জন স্বাস্থ্য ভলেন্টিয়ার রয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের পথশিশুদের জীবন সহনশীল ও সুরক্ষিত করাই হলো এ প্রকল্পের মূল লক্ষ্য। অনেক প্রতিকূলতা পেরিয়ে প্রকল্পটির বর্তমানে ৩য় ফেইজ এবং ৮ম বছর চলছে।
বর্তমানে লাইফ প্রকল্প ১৫টি বস্তিতে বসবাসরত ৭৫০ জন পথশিশু নিয়ে কাজ করছে। পথশিশুদের মধ্যে সচেতনতা ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধি, সুস্থ্য বিনোদনের সুযোগ সৃষ্টি করা, কারিগরি প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানের সাথে যুক্ত করে স্বাবলম্বী করে গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে সহায়তা, স্বাস্থ্য সেবা গ্রহণে সহায়তা কাজগুলো করে যাচ্ছে।
এছাড়াও পথশিশুদের বস্তি পর্যায়ে তাদের বস্তিসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ সুবিধা হতে পথশিশুরা যাতে বঞ্চিত না হয় তার জন্য বিভিন্ন কমিটি রয়েছে।
এই কমিটিগুলোর কার্যক্রমের মাধ্যমে বস্তির সুবিধাবঞ্চিত জনগণ তাদের অধিকার আদায়ে সক্ষম হবে এবং ধীরে ধীরে সচেতন হয়ে টেকসই উন্নয়নের দিকে অগ্রসর হবে।
Add new comment