মানসিক আঘাত থেকে আরোগ্য লাভ বিষয়ক সেমিনার

গত সপ্তাহে চট্টগ্রাম কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হলো মানসিক আঘাত থেকে আরোগ্যলাভ বিষয়ক সেমিনার।

এই সেমিনারে বিশেষ গুরুত্ব দেয়া হয় যারা মানসিকভাবে ভেঙ্গে পড়ে তাদের কিভাবে মানসিক শক্তি যোগানো যায়। পারিবারিক সহিংসতা, ধর্ষণ, আত্নহত্যা, আসক্তি, দ্বন্দ্ব, এইডস্, সংকটের জন্য প্রস্তুত থাকা, দুঃখ, ব্যথা, কষ্ট লাঘব ও প্রভু যীশুর ক্রুশ বহন স্থান পায়।

সুব্রত রিচমন্ড জয়ধর বলেন, “পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের অংশগ্রহণকারীরা স্বতস্ফুর্ত ছিল এবং শিক্ষাটি তাদের অনুপ্রাণিত করেছে ”।

সুনীতি নন্দী বলেন, “প্রতিবেশীকে সুরক্ষা করতে উৎসাহ দেয়া হয়েছে”।

অংশগ্রহণকারী জয় ত্রিপুরা বলেন, “যারা মানসিকভাবে আক্রান্ত বা ব্যথিত তাদের পরামর্শ দিতে পারি”।

মিনুচিং মারমা বলেন, “অজানাকে জানতে পেরেছি এবং কিভাবে সাহায্য করবো তা জেনেছি”।  

শিপ্রা দে বলেন, “পরিবারের সদস্যদের সাথে এ বিষয়ে একমত হতে পারতাম না, সেই কৌশল জেনেছি”।

সেমিনারে অংশগ্রহণকারীগণ ছিল চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত ৩৬ জন। এই সেমিনারে সকলে মাস্ক ব্যবহার করে ও দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করে।

সার্বিক দিকদিয়ে এই সেমিনারটি সবার উপকারে আসবে বলে সবাই আশাবাদি। -এলড্রিক বিশ্বাস

Add new comment

8 + 12 =