১৭ই অক্টোবর, নোবেল শান্তি পুরস্কার পান শান্তির দূত মাদার তে‌রেসা

নিজের জীবন কাহিনি ও সেবাধর্ম দিয়ে আজন্ম উচ্চ-নীচ সকলকে আপন করে নিয়েছিলেন মাদার ত‌েরেসা। গরিব-আর্ত, সর্বহারাদের সেবায় নিজেকে শেষদিন পর্যন্ত নিয়োজিত করেছিলেন তিনি।

মাদার ত‌েরেসা ছিলেন স্বয়ং ঈশ্বরের দূত। যাদের সমাজে কোনও স্থান ছিল না, তাঁদের সযত্নে নিজের কোলে আশ্রয় দিয়েছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা এক সন্ন্যাসিনী।

১৯৪৮ সালে ভারতের নাগরিকত্ব পাওয়ার পরে ১৯৬২ সালে পদ্মশ্রী এবং র‌্যামন ম্যাগসেসে পুরস্কার সম্মান পান তিনি।

মাদার ত‌েরেসা ১৯৭৯ সালে ১৭ই অক্টোবর নোবেল শান্তি পুরস্কার পান এবং ১৯৮০ সালে ভারত সরকার দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারতরত্ন' সম্মানে ভূষিত করে।

২০১৭ সালে ভ্যাটিকান সিটি থেকে পোপ তাঁকে 'সন্ত' উপাধি দেন।

১৯৯৭-এ ৮৭ বছরে ৫ই সেপ্টেম্বর তাঁর দেহাবসানের পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Add new comment

2 + 11 =