লাউদাতো সি বর্ষ উপলক্ষ্যে আরএনডিএম সংঘের সিস্টারগণ তাদের এসোসিয়েটদের নিয়ে বিশেষ সেমিনার

লাউদাতো সি বর্ষ উপলক্ষ্যে বৃক্ষ রোপণ

ঢাকা লক্ষ্মীবাজারে অবস্থিত সেন্ট ফ্রান্সিস জেভিয়ার আরএনডিএম সিস্টার কনভেন্টে লাউদাতো সি বর্ষ উপলক্ষ্যে এক  বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় গত ০৯ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দে ।

সকাল ৯টায় বিশেষ প্রার্থনা মধ্য দিয়ে শুরু হয় এই বিশেষ সেমিনার । এতে উপস্থিত ছিলেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার কন্ভেন্টের সিস্টারগণ  সহ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল এন্ড কলেজের সকল খ্রিস্টান শিক্ষকগণ ।

বিশেষ সেমিনারে লাউদাতো সি বর্ষ উপলক্ষ্যে বক্তব্য প্রদান করেন, খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ও সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু ।  

পোপ ফ্রান্সিস সকলকে প্রকৃতির যথাযথ যত্ন নেবার আহ্বান জানিয়ে ৫ বছর আগে  লাউদাতো সি বা তোমার প্রশংসা হোক নামে একটি সর্বজনীন পত্র লেখেন। আর এই বর্ষকে কেন্দ্র করেই শিক্ষকদের, প্রকৃতির যথাযত যত্ন ও রক্ষনাবেক্ষণ  ও তাদের করণীয় সম্পর্কে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।

তার বক্তব্যে বলেন “পোপ মহোদয় বলেছেন পরিবেশ সংরক্ষণ বিষয়ে মন পরিবর্তন অপরিহার্য, যাতে চারিদিকে জগতের সাথে মানুষের সম্পর্ক সুষ্পষ্ট হয়ে উঠে । তাই আমাদের প্রত্যেককে  সৃষ্টিকর্তার উপস্থিতি উপলদ্ধি করতে হবে । অপরূপ প্রকৃতি ও পরিবেশের জন্য সৃষ্টিকর্তার প্রশংসা করতে হবে। ক্ষতবিক্ষত ধরিত্রীর কান্না অন্তরে  উপলব্ধি করতে হবে এবং  প্রকৃতির যত্ন নিয়ে পরিবেশকে রক্ষা করতে হবে।”

এরপর দুপুরে  খ্রিস্টযাগ ও বৃক্ষ রোপণ  করার মধ্যে দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে।

আসুন আমরা গাছ লাগিয়ে আামাদের পরিবেশের যত্ন ও ভারসাম্য রক্ষা করি।  

Add new comment

1 + 0 =