আধুনিক যুগের সাধারণ একটি ছেলে সাধু কার্লো আকুতিস

আধুনিক যুগের সাধু কার্লো আকুতিস

গত ১০ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দে, কার্লো আকুতিসকে সাধু ঘোষনা করা হয়। আর ১২ অক্টোবর তার পর্ব দিবস ঘোষণা করা হয়। 

ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভালোবাসার ফলেই মাত্র ১৫ বছর জীবন অতিবাহিত করার পর ও সাধারণ একজন খ্রিস্টভক্ত হয়েও সাধু শ্রেণিভুক্ত হয়েছেন তিনি। 

মৃত্যুর ১৪ বছর পরেও তার দেহ এখন অক্ষত অবস্থায় রয়েছে। । সেন্ট ফ্রান্সিস ব্যাসিলিকায় সকলের শ্রদ্ধার প্রদর্শনের জন্য তাঁর দেহটি রাখা হয়েছে। 

একজন ইতালিয়ান হলেও ১৯৯১ সালের ৩ তারিখে লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন কারণ তার বাবা-মা সে সময় লন্ডনে কর্মরত ছিলেন। এর কয়েক মাস পরেই মা বাবার সাথেই সে ইতালির মিলান শহরে চলে আসে।

১৫ বছর বয়সে  রক্তে ক্যান্সার জনিত কারণে অক্টোবরের ১২ তারিখে ২০০৬ সালে তিনি মৃত্যুবরণ করেন পরে তার অনুরোধে তাকে আসিসি শহরে সমাহিত করা হয় কারণ প্রিয় সাধু ছিল আসিসির ফ্রান্সিস ।

২০১৮ সালে তিনি "পূজনীয়" শিরোভূষণ লাভ করেন এবং এবছর পরের ১০ তারিখ ধন্য শ্রেণীভূক্ত হবেন। সে প্রতিদিন পবিত্র খ্রিস্ট প্রসাদের আরাধনা করত। কোন সপ্তাহে তার পাপ স্বীকার করতে ভুল হতো না।

মা-বাবার কাছে সবসময় তীর্থ স্থান ভ্রমণের অনুরোধ করত বিশেষ করে যেখানে পবিত্র খ্রীষ্ট প্রসাদীয় আশ্চর্য কাজ সাধিত হয়েছে সেই সকল স্থানে।

সে সাধারণ অন্য সব ছেলেমেয়েদের মতই ছিলো। কম্পিউটার প্রোগ্রামা, কার্টুন ভিডিও তৈরি, ভিডিও এডিটিং এবং ইন্টারনেটর বিভিন্ন বিষয়ে কাজ করতেন। ইন্টারনেটের মধ্য দিয়ে খ্রিস্ট বাণী প্রচারে জন্য সব সময় কাজ করতেই পছন্দ করতেন। 

একটি ওয়েবসাইট পরিচালনা করতেন এবং এখানে পবিত্র খ্রিস্ট প্রসাদে প্রভু যীশু খ্রীষ্টের উপস্থিতি এবং খ্রীষ্ট প্রসাদীয় আশ্চর্য কাজের কথা মানুষের কাছে প্রচার করতেন সব সময়। 

আধুনিক যুগের সাধারণ একটি ছেলে, কম্পিউটার (গেমার আর প্রোগ্রামার) পারদর্শী হয়েও খ্রিস্ট বিশ্বাস ও ভক্তির কারণেই তিনি হয়ে উঠেছেন মহান সাধু।

Add new comment

8 + 10 =