তিরাশি বছর বয়সী গ্রেফতার হওয়া জেজুইট ফাদারের মুক্তির দাবিতে ভারতের খ্রিষ্টভক্তরা

Father Stan Swamy, SJ

জেজুইট ফাদার স্টেন সোয়ামি মাওবাদী সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

যে ভীমা-কোরেগাঁও মামলায় আজীবন মানবাধিকারকর্মী এই যাজককে আটক করা হলো, সেই মামলায় পূর্বেই প্রৌঢ় কবি, লেখক, সমাজকর্মী, আইনজীবিসহ অনেক মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ফাদার স্টানও জানতেন তাঁকেও রেহাই দেওয়া হবে না। 

তিরাশি বছর বয়সী এই যাজক তাঁর প্রৈরিতিক কাজের ৫০ বছর সময় পার করেছেন ঝাড়খন্ডের আদিবাসীদের জমি রক্ষার জন্য। ফাদার স্টেনের আটক হওয়ার ঘটনায় উদ্বেষ প্রকাশ করেছে ভারতের বিশপ কনফারেন্স।

ভারতের বিশপ কনফারেন্স এক বিবৃতিতে বলেছেন, ফাদার স্টেন তাঁর পুরো জীবন পার করেছেন পরপোকারে, তিনি কিভাবে মাওবাদী সন্ত্রাসবাদের সাথে জড়িত হতে পারেন? তাঁকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

ঐতিহাসিক রামচন্দ্র গুহ ফাদার স্টান স্বামীর গ্রেফতারির নিন্দা জানিয়ে বলেছেন, ‘‘স্টান স্বামী আজীবন আদিবাসীদের অধিকারের লড়াই করেছেন। সেই কারণেই সরকার নিপীড়ন করে তাঁর মুখ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। কারণ, এই সরকারের আমলে আদিবাসীদের জীবন ও জীবিকার চেয়ে খনি সংস্থাগুলির মুনাফা বেশি গুরুত্বপূর্ণ।’’

আদিবাসী ও দলিতদের নিয়ে কাজ করা প্রায় সবার মতামত এটাই -- প্রভাবশালী কর্পোরেট ব্যবসায়ী ও সমাজের উচ্চশ্রেণীর স্বার্থেই কাজ করছে সরকার।

ক্যাথলিক বিশপদের সংগঠন দ্রুত এই বয়োজেষ্ঠ ধর্মযাজকের মুক্তি দাবি করেছে।

ফাদার স্টেনের মুক্তির দাবিতে বিভিন্ন খ্রিষ্টান সংগঠনও দাবি তুলেছে।

 

Add new comment

19 + 0 =