Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
মহাপ্রয়াণে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি
ঢাকার সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রদ্ধেয় ব্রাদার রবি থিওডোর পিউরীফিকেশন, সিএসসি আর নেই। হাজারো মানুষকে কাঁদিয়ে চিরতরে চলে গেছেন না ফেরার দেশে।
ব্রাদার রবি থিওডোর পিউরীফিকেশন, সিএসসি ছিলেন পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের এক সন্ন্যাসব্রতী ব্রাদার ও অন্যতম ব্যক্তিত্ব।
তিনি ০৬ অক্টোবর, ২০২০ খ্রিস্টাব্দ সন্ধ্যা ০৬:২৫ মিনিটে দক্ষিণ ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
গত ০১ সেপ্টেম্বর করোনা উপসর্গ নিয়ে তিনি ভর্তি হন গুলশানের কিউর ক্লিনিকে। অতপর ০৩ সেপ্টেম্বর তার কোভিড-১৯ পজেটিভ নিশ্চিত করে আই.ই.ডি.সি.আর. হাসপাতাল কর্তৃপক্ষ। ভাল চিকিৎসার জন্য গত ০৯ সেপ্টেম্বর তাকে দ্রুত আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়।
কোভিড-১৯ থেকে মুক্ত হয়ে তিনি বেশ সুস্থ হয়ে উঠেছিলেন। গত ৫ অক্টোবর সকালে তার হাসপাতাল থেকে ঘরে ফেরার কথা ছিল কিন্তু ৪ অক্টোবর রাতে অগ্নাশয়ে তীব্র প্রদাহ ও কিডনি জনিত নানা জটিলতার কারণে তার অবস্থার খুব দ্রুত অবনতি ঘটে।
অবশেষে চিরছুটি নিয়ে তিনি চলে গেলেন অনন্তধামে। তার মৃত্যুতে গোটা পবিত্র ক্রুশ সংঘ, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তথা সমগ্র বাংলাদেশে খ্রিস্টান সমাজে নেমে এসেছে স্তব্ধতা ও শোকের ছায়া।
শ্রদ্ধেয় ব্রাদার রবি থিওডোর পিউরীফিকেশন, সিএসসি ১৯৫৯ খ্রিস্টাব্দে গাজীপুর জেলার অন্তর্গত কালীগঞ্জ থানার নাগরীতে জন্মগ্রহণ করেন।
ব্রাদার লরেন্স সুবল রোজারিও, সিএসসি, প্রদেশপাল, সাধু যোসেফ ভ্রাতৃ-সমাজ, বাংলাদেশ তিনি বলেন, “নিবেদিত সন্ন্যাসব্রতী ব্রাদার রবি মানব সেবায় পরিপূর্ণভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি ছিলেন একাধারে ছিলেন সুদক্ষ প্রশাসক, দূরদর্শী ও বিচক্ষণ নেতা, উত্তম শিক্ষক এবং স্পষ্টভাষী সুবক্তা। অন্যদিকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, কঠোর পরিশ্রমী, সংস্কৃতিমনা, ক্রীড়ানুরাগী, বন্ধু-বৎসল ইত্যাদি গুণের অধিকারী”।
“তার প্রগতিশীল চিন্তা, কর্ম ও পথনির্দেশনা, সৃজনীশক্তি, গভীর জ্ঞান ও অক্লান্ত পরিশ্রমের উপর ভিত্তি করে পবিত্র ক্রুশ সংঘের ব্রাদারদের দ্বারা পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান; বিশেষ করে- সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেন্ট গ্রেগরীজ হাই স্কুল এন্ড কলেজ এবং বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজ উন্নতির পথে এগিয়েছে অনেক দূর” বলেন ব্রাদার সুবল ।
তিনি ছিলেন হাজারো শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকের খুব কাছের মানুষ যিনি দীর্ঘ দিন বিভিন্ন স্কুলে শিক্ষাসেবা দিয়েছেন। তার ভালবাসার স্পর্শে অনেক শিক্ষার্থী খুঁজে পেয়েছে আলোর সন্ধান।
এছাড়া, তিনি মাদকাসক্তি পুনর্বাসন বা নিরাময় কেন্দ্র ‘বারাকা’ ও ‘আপন’ এর পরিচালক হিসেবে নিরসল সেবা দিয়েছেন। তার নামের সার্থকতা তিনি প্রমাণ করে গেছেন তার কাজের মধ্যে দিয়েই। তিনি সূর্য্যরে মতোই অকাতরে তার সেবা ও জ্ঞানের আলো বিলিয়ে দিয়েছেন সবার তরে।
তার অকাল মৃত্যুতে সাধু যোসেফের ভ্রাতৃসমাজ তথা গোটা পবিত্র ক্রুশ সংঘ গভীরভাবে শোকাহত। করুণাময় ঈশ্বর শ্রদ্ধেয় ব্রাদার রবি থিওডোর পিউরীফিকেশন, সিএসসি কে শাশ্বত রাজ্যে অনন্ত শান্তি দান করুন।
Add new comment