Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ফৈলজানা ধর্মপল্লীতে মা মারীয়ার গ্রোটো উদ্বোধন
ফৈলজানা ধর্মপল্লীতে মা মারীয়ার গ্রোটো ও হলরুম উদ্বোধন করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজরিও।
খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজরিও । খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি, এসএমআরএ সিস্টারগণ এবং প্রায় তিনশত খ্রিস্টভক্ত।
খ্রিস্টযাগের পর ‘ভুবণমোহিনী দাবিদনন্দিনী…’ গান গাইতে গাইতে খ্রিস্টভক্তগণ নবনির্মিত গ্রোটোর সামনে উপস্থিত হন। তখন বিশপ মহোদয় গ্রোটো ও হলরুম আর্শীবাদ ও প্রদীপ প্রজ¦লন করেন।
বিশপ সকলের উদ্দেশ্যে বলেন, “এ বছর জাতির জনক বঙ্গবন্ধুর শতবছর পূর্তির উৎসব চলছে। আমরাও বাংলাদেশ খ্রিস্টমন্ডলীর একজন বিশেষ ব্যক্তিত্ব ‘ঈশ^রের সেবক আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী’র শতবছর পূর্তির উৎসব করছি। আর এ বছরেই আমরা তাঁর নামে প্রতিষ্ঠিত এই হলরুম পেয়েছি”।
“আমি আশা করি, এখানে অনেক সুন্দর কিছুর চর্চা হবে এবং ধর্মপল্লীর গঠনকার্যে এটি একটি চমৎকার ভূমিকা রাখবে” বলেন বিশপ ।- ফাদার বিকাশ কুজুর, সিএসসি
Add new comment