কার্ডিনাল প্যাট্রিক ডি. রোজারিও’র শরণার্থী রোহিঙ্গা শিবির পরিদর্শন

২০১৭ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধবাদী সন্ত্রাসীদের উপর্যুপরি হামলা, গণহত্যা ও উৎখাতের বর্বরতায় প্রায় আট লক্ষ রোহিঙ্গা শরণার্থী থেকে যাওয়া পূর্বের শরণার্থীর সাথে যুক্ত হয়।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীরা আশ্রয় শিবিরে বসবাস করছে।

এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে খ্রিষ্ট বিশ্বাসীদের উপস্থিতিও নিশ্চিত হওয়া যায়। আমাদের দেশের পত্র-পত্রিকার  তথ্য মতে, কমপক্ষে ৫৭টি খ্রিষ্টিয়ান পরিবারের কয়েক’শ খ্রিষ্ট বিশ্বাসী কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন।

কার্ডিনাল প্যাট্রিক ডি’. রোজারিও শারণার্থী শিবির পরিদর্শন ও তাদের হৃদয়ের ব্যথা বেদনা শ্রবণ করেছেন। নারী-পুরুষ, পৌঢ় কিংবা শিশুরাও কার্ডিনালকে কাছে পেয়ে অব্যক্ত কথাগুলো বলতে পেরেছিলেন।

কার্ডিনাল বলেন,  ‘বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের পাশে আছেন। বিশে^র সব মানবতাবাদী রাষ্ট্র ও মানুষ তোমাদের পাশে আছেন। তোমাদের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি  এই বলে সেদিন তিনি কক্সবাজারের জেলা প্রশাসকের হাতে রোহিঙ্গাদের জন্য ১০ লক্ষ টাকার চেক তুলে দেন।’

খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস সমবেদনা জানাতে ছুটে এসেছিলেন মিয়ানমারে। অতঃপর মিয়ানমার থেকে বাংলাদেশে এসে রোহিঙ্গা শরণার্থীদের সাথে দেখা করেছেন।

পোপ ফ্রান্সিস বলেন, ‘রোহিঙ্গারা খ্রিষ্টান না হলেও আমাদের ভাই।’ এই রোহিঙ্গাদের সাহার্যার্থে কারিতাস বাংলাদেশ প্রায় ৩০-৩৩% শতাংশের সেবা প্রদান করে চলেছেন। প্রভু যীশু খ্রিষ্ট স্বয়ং বলেছেন, ‘যা কিছু তুমি করেছো অবহেলিত ভাইয়ের প্রতি, করেছো তা আমার প্রতি।’

Add new comment

9 + 3 =