ঢাকা আর্চডাইয়োসিসের বর্তমান আর্চবিশপের অবসর গ্রহণ ও নতুন আর্চবিশপের নাম ঘোষণা

ভাটিকান ৩০ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ, বাংলা‌দেশ সময় বিকাল ৪ ঘ‌টিকায়, রোম নগরী সময় দুপুর ১২ টায়, ঢাকা আর্চডাইয়োসিসের  আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি এর ঢাকা আর্চডাইয়োসিসের কর্মদায়িত্ব থেকে অবসর গ্রহণের আবেদনটি মঞ্জুর করে তাঁর স্থলে সিলেট ডাইয়োসিসের বিশপ বিজয় এন ডি’ক্রুজ কে ঢাকা আর্চডাইয়োসিসের আর্চবিশপ হিসেবে মনোনয়ন দিয়েছে।

এ খবর ভাটিকান রেডিও ও ভাটিকান দূতাবাস, বাংলাদেশ থেকে একযোগে ঘোষণা করা হয়েছে। 

আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি ২০১১ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর ঢাকা আর্চডাইয়োসিসের দায়িত্ব গ্রহণ করেন এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ পর্যন্ত তা পালন করেন।

কাথলিক চার্চের নিয়ম অনুযায়ী ৭৫ বছর হয়ে গেলে একজন বিশপকে অবসর গ্রহণের আবেদন করতে হয়। ইতোমধ্যে ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি সেই বয়সসীমা অতিক্রম করেছেন।

কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি আর্চবিশপীয় কর্মদায়িত্ব থেকে অব্যাহতি নিলেও কার্ডিনাল হিসেবে তাঁর সকল দায়িত্ব পালন করে যাবেন। 

অন্যদিকে ঢাকা মহাধর্মপ্রদে‌শের নবঘো‌ষিত আর্চবিশপ বিজয় এন ডি‌'ক্রুজ ওএমআইকে আমরা জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 

নবঘো‌ষিত আর্চবিশপ বিজয় এন ডি‌'ক্রুজ ৯ ফেব্রুয়া‌রি ১৯৫৬ খ্রিষ্টা‌ব্দে পুরান তুইতা‌লে জন্মগ্রহণ ক‌রেন।

তি‌নি যাজকীয় অ‌ভি‌ষেক লাভ ক‌রেন ২০ ফেব্রুয়‌া‌রি ১৯৮৭ খ্রিষ্টা‌ব্দে।

তি‌নি ১৯ ফেব্রুয়া‌রি ২০০৫ খুলনার বিশপ হি‌সে‌বে ঘো‌ষিত হ‌য়ে একই বছ‌রের ৬ মে তা‌রি‌খে বিশপীয় প‌দে আসীন হন। ৮ জুলাই ২০১১ খ্রিষ্টা‌ব্দের সি‌লে‌ট ধর্মপ্রদেশের ম‌নোনীত হওয়ার পর একই বছ‌রের সে‌প্টেম্ব‌রের ৩০ তা‌রি‌খে দা‌য়িত্বভার গ্রহণ ক‌রেন।  

তি‌নি অব‌লেট সম্প্রদা‌য়ের একজন যাজক হি‌সে‌বে ব্রতীয় জীবনে প্রবেশ ক‌রেন।আমরা তার শুভ কামনা করি।

  

Add new comment

10 + 4 =