আজ শ্রদ্ধেয় বিশপ লিনুস নির্মল গমেজ, এসজে’র জন্ম শতবার্ষিকী

আজ ৭ সেপ্টেম্বর মহামান্য বিশপ নিলুস  নির্মল গমেজ, এসজে’র জন্ম শত বার্ষকী। জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইল । শতবর্ষী মানব হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তিনি তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই।  

আজ আমরা  রেডিও ভেরিতাস পরিবারের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা কারণ তিনি দীর্ঘ ৪০ বছর পশ্চিমবঙ্গের বারুইপুর ধর্মপ্রদেশের ভারপ্রাপ্ত  বিশপ ছিলেন।

দীর্ঘ এই ৪০ বছর তিনি রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের Bishop Chairman বা সভাপতির দ্বায়িত্বভার পালন করেছেন। আমরা তাঁর সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করি।  

বাংলাদেশের ঢাকা মহাধর্মপ্রদেশের গোল্লা ধর্মপল্লীর বালিডিয়র গ্রামে দোমিঙ্গো ও আন্না সিসিলিয়া গমেজের সন্তান বিশপ নিলুস । পরবর্তীতে তাদের পরিবার গিয়ে বড়গোল্লা গ্রামে বসতী স্থাপন করেন। তবে বিশপ লিনুস গমেজের শিক্ষাগ্রহণ কোলকাতাতে।  

কোলকাতাতে তিনি নিজের জীবনে প্রভুর আহ্বান অনুভব করেন এবং যীশু সংঘে যোগদান করেন। পরবর্তীতে যাজক হন এবং পশ্চিমবঙ্গের বারুইপুর ধর্মপ্রদেশের প্রথম বিশপ হিসেবে অভিষিক্ত হন।

বিশপীয় দায়িত্ব থেকে অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশে বেশ কিছু বছর কাজ করেন যেজুইট হাউজে থেকে।

আজ তাঁর জন্মশতবার্ষিকীতে  তাঁর প্রতি রুইল অনেক শুভেচ্ছা ও প্রার্থনা ।      

Add new comment

4 + 16 =