চিত্রবাণী সোসাইটির প্রাক্তন পরিচালক ফাদার গাস্তঁ র‌োবের্জ, এসজে’র মহাপ্রয়াণ

গত ২৬শে আগষ্ট সকাল ৮টা ২০ মিনিটে আমা‌দের সকলকে কাঁদিয়ে নীরবে চির নিদ্রায় শায়িত হলেন শ্রদ্ধেয় ফাদার গাস্তঁ র‌োবের্জ, এসজে।

ফেসবু‌কের পাতায় সেন্ট জে‌ভিয়ার্স ক‌লে‌জের একজন প্রাক্তন শিক্ষক লি‌খে‌ছেন 'আজ স্ব‌র্গে আর এক দূ‌তের সং‌যোজন ঘটল'। স‌ত্যি খবর‌টি  আমা‌দের কা‌ছে খুবই দুঃখজনক ।

শিক্ষক বলেন, 'ফাদার র‌োবের্জের  চ‌লে যাওয়া এক ধর‌ণের এক‌টি যু‌গের অবসান হাওয়া, কারণ যে সমস্ত বি‌দেশী মিশনারিরা এ দে‌শে শিক্ষা‌বিস্তা‌রের জন্য নি‌জে‌দের জীবন উৎসর্গ ক‌রে‌ছি‌লেন ফাদার র‌োবের্জ তা‌দের ম‌ধ্যে একজন'।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জন্মসূত্রে কানাডিয়ান নাগরিক । ষা‌টের দশকের গোড়ার দিকে কিংবদন্তি কানাডিয়ান জেসুইট, ফাদার গাস্তঁ র‌োবের্জ ভারতে পাড়ি দেন এবং  কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু ক‌রেন। 

সেন্ট জেভিয়ার কলেজের সম্প্রসারণের জন্য ১৯৭০ সালে তিনি 'চিত্রবাণী' সোসাইটি না‌মে একটি মিডিয়া ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।

আর এই 'চিত্রবাণী'ই সমগ্র পূর্ব ভারতের ম‌ধ্যে প্রাচীনতম মিডিয়া প্রশিক্ষণ ইনস্টিটিউট, যেখা‌নে হাজার হাজার চলচ্চিত্র-নির্মাতা, পণ্ডিত এবং চলচ্চিত্র সমালোচকরা ফাদার গাস্তঁ র‌োবের্জ এর শিক্ষার্থী হি‌সে‌বে তাঁর সাহচর্য লাভ ক‌রে‌ছি‌লেন।

বিখ্যাত প‌রিচালক স‌ত্য‌জিৎ রায়ের সা‌থে ছিল তাঁর ঘ‌নিষ্ঠ সম্পর্ক।  তাঁর যোগ্য নেতৃত্বে চিত্রবানীতে একাধিক প্রশিক্ষণ ও গবেষণা হয়েছিল যা এখনও তাঁর উত্তরসূরীগণ অব্যাহত রেখেছেন।

এছাড়াও তিনি চিত্রবাণীতে একটি মিডিয়া গ্রন্থাগার স্থাপন করেছিলেন যা, পূর্ব ভার‌তের ম‌ধ্যে পাওয়া বিরল একটি গ্রন্থাগার হি‌সে‌বে আজও স্বম‌হিমায় বিদ্যমান।

ফাদার র‌োবের্জ সর্বপ্রথম ১৯৮০ সালের ১ ডিসেম্বর চিত্রবাণী থেকে রেডিও ভেরিতাস এশিয়ার জন্য, বাংলা অনুষ্ঠান প্রযোজনা পরিষেবা সম্প্রচার শুরু করেন, যার মূল  উদ্দেশ্য ছিল রে‌ডিও-র মাধ্য‌মে  প্রাপ্তবয়স্ক‌দের জন্য শিক্ষার আসর তৈ‌রি করা। 

‘চেতনা’র (রেডিওর মাধ্যমে প্রাপ্তবয়স্কদের শিক্ষা) মাধ্য‌মে মূলত গ্রামের জনগণের ম‌ধ্যে কুসংস্কার দূরীকরণ ছিল লক্ষ্যবস্তু যা এখনও অব্যাহত রয়েছে। মিডিয়া এবং ফিল্মে তিনি বহু বই লিখেছিলেন।

তিনি  জাতীয় টিভি চ্যানেল দূরদর্শন-র ইউ.জি.সির জন্য ই.এম.এম.আর.সি প‌রিচা‌লিত টেলিভিশন প্রোগ্রামগুলিও শুরু করেছিলেন যা এখনও অব্যাহত রয়েছে। 

তাঁর অবদানের জন্য আজও ‌তি‌নি আমা‌দের কা‌ছে চির স্মরণীয় হ‌য়ে থাক‌বেন। চিত্রবাণী তথা সমগ্র মি‌ডিয়া জগৎ আজও তাঁর কা‌ছে চির কৃতজ্ঞ। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা ক‌রি।

Add new comment

1 + 0 =