ভিন্ন আয়োজনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদুল ফিতর। মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর । ঈদ মানেই খুশি আর আনন্দে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, সাধ্যমত উপহার দেয়া, জাকাত ফেতরা আদায় করা। 

সারা পৃথিবী কোভিড–১৯ মহামারির এই সময়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর। তাই  ঈদের চিত্র কিছুটা ভিন্ন এই বছর। আর এই একই সময়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানে বাংলাদেশে ২১ জন মানুষের মৃত্যুসহ দেশের দক্ষিণাঞ্চলের ১৯টি জেলা বিপর্যস্ত। তাই এইবারের পবিত্র ঈদুল ফিতরের আনন্দের থেকে কষ্টের ও বেদনার চিহ্নই বেশি। নেই নতুন জামা বা ঘুরতে যাবার সুযোগ। তারপর ও থেমে নেই ঈদ আয়োজন।

রোববার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ”ঘরে বসে পরিবারের সদস্যেদর সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করুন এবং সশরীর পরস্পরের সঙ্গে মিলিত না হতে পারলেও টেলিফোন বা ভার্চ্যুয়াল মাধ্যমে আত্মীয়স্বজনের খোঁজখবর নিন।”

সীমিত আকারে পালন করা হচ্ছে এবারে ঈদ । করোনাভাইরাসের বিস্তার রোধে এবারের ঈদের নামাজ ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে বাড়ির কাছের মসজিদে গিয়ে আদায় করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ‍।

প্রায় ২০০ বছরের ইতিহাসে এবারই প্রথম কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের বড় জামাত অনুষ্ঠিত হচ্ছে না। মুসল্লিদের করোনা ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ জানানো হয়েছে।

আজ পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে  পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় পর্যায়ক্রমে জামাত অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয় এইবারে ঈদে মসজিদে জামাত আদায়ের পর কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করারও অনুরোধ জানিয়েছে।  এছাড়াও মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসা, মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার না করা, ঈদের নামাজ আদায়ের সময় দূরত্ব বজায় রাখাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে।

 এছাড়াও সৌদি আরবের মিল রেখে দেশের বেশ কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় গতকাল রোববার স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। বরিশাল বিভাগের ৪৫ গ্রামে, চাঁদপুরে ৪০ গ্রামে, ফেনীর তিনটি স্থানে, জামালপুরে এক গ্রামে, পটুয়াখালীর ২২ গ্রামে, দিনাজপুরে বেশ কিছু এলাকায়, পাবনায় ৪০ পরিবারের, নোয়াখালীর তিন গ্রামে ও দেশের আরো কিছু স্থানে ঈদের নামাজ আদায় করা হয়। - রিপন আব্রাহাম টলেন্টিনু ।

Add new comment

11 + 9 =