Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বেনীদুয়ার ধর্মপল্লীতে করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ রোজারিমালা প্রার্থনা
গত ১৮ অক্টোবর সোমবার ২০২১ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের বেনীদুয়ার ধর্মপল্লীতে করোনা মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যুবক-যুবতীদের বিশেষ রোজারিমালা প্রার্থনার আয়োজন করা হয়।
এই রোজারীমালার মূল উদ্দেশ্য ছিল পূণ্যপিতা পোপ মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে এ বিশ্ব যেন করোনা মহামারীর হাত থেকে রক্ষা পায়।
রোজারীমালার প্রার্থনার শুরুতেই সহকারী পুরোহিত বাপ্পী ক্রুশ সকলকে প্রার্থনার উদ্দেশ্য সম্পর্কে অবগত করেন। প্রার্থনার শুরু থেকে গ্রামের যুবক-যুবতী, পিতামাতা ও ছোট ছেলে-মেয়েরা অংশগ্রহণ করেন।
এই রোজারীমালাতে প্রতিটি নিগুঢ়তত্ত্বে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করা হয় যেমন- করোনায় মৃত ব্যক্তি আত্মার কল্যাণে, করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ্যতা কামনা করে, সকল ডাক্তার-নার্স ও সেবাদানকারী ব্যক্তিদের জন্য।
প্রার্থনা শেষে পাল-পুরোহিত সকলকে প্রার্থনায় উপস্থিত হবার জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।- ফাদার বাপ্পী এন. ক্রুশ
Add new comment