ভারতের মেদিনীপুর ডিনারিতে অনুষ্ঠিত হলো এসসিসি অ্যানিমেটরদের প্রশিক্ষণ কর্মশালা

ভারতের মেদিনীপুর হিজলি খড়্গপুরের সেবা কেন্দ্রে, অ্যানিমেটর প্রশিক্ষণ কর্মসূচি

১৯শে অক্টোবর থেকে ২০শে অক্টোবর পর্যন্ত হিজলি খড়্গপুরের সেবা কেন্দ্রে, অ্যানিমেটর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হলো।

এসসিসি ডায়োসেসান রিসোর্স টিমের সদস্য সিস্টার রজনী মান্ডি,  সিস্টার রোশনি আইন্ড, শ্রী অজয়, শ্রী রবি এবং শ্রী জে সি লাকরা মেদিনীপুর ডিনারিতে এসসিসি অ্যানিমেটরদের জন্য দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেন।এই কর্মশালায় মেদিনীপুর ডিনারির ১২টি ধর্মপল্লীর ৬২ জন অ্যানিমেটর অংশগ্রহণ করেন।

সকলে সমবেতভাবে সাতটি ধাপে বাইবেলের বিভিন্ন অংশ একে অপরের সাথে ব্যাখ্যা করেন এবং নিজেদের মতামতও ব্যক্ত করেন।  সেই সাথে অংশগ্রহণকারীরা নিজেরাই  ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিটি ধাপ বিশদভাবে অনুশীলন করেন। সমস্ত তথ্য এবং আলোচনা বাংলা, হিন্দি, সাঁওতালি এবং ইংরেজিতে পরিচালিত হয়।

এসসিসির চারটি উদ্দেশ্যকে ওয়ান হলি ক্যাথলিক এবং অ্যাপস্টোলিক চার্চের চারটি স্তম্ভের উপর ভিত্তি করে ব্যাখ্যা করা হয়। এরপর আরাধনার সময় ঈশ্বরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে দিনটি শেষ হয়।

পরবর্তীতে বিভিন্ন ধর্মপল্লী পর্যায়ে সিনোডাল চার্চ প্রক্রিয়ার একটি কর্মসূচি গ্রহণ এবং মেদিনীপুর ডিনারি জুড়ে এসসিসিকে শক্তিশালী ও সম্প্রসারণের জন্য একটি শক্তিশালী ও ব্যবহারিক কর্ম পরিকল্পনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

মেদিনীপুরের ডিন এবং  সেবা কেন্দ্র কলকাতার, হিজলি খড়গপুর কেন্দ্রের পরিচালক  শ্রদ্ধেয় ফাদার রেজিনাল্ড ফার্নান্দেসের অনুপ্রেরণামূলক উদ্যোগের মাধ্যমে এই কর্মশালাটি সার্থকভাবে সম্পূর্ণ করা সম্ভবপর হয় ।- তেরেজা রোজারিও

Add new comment

3 + 16 =