ভারতে স্নাতক কোর্স এবার চার বছর

আগামী শিক্ষা বর্ষ থেকেই এই চার বছরের স্নাতক পর্যায়ের কোর্স চালু করতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে তিন বছরের কোর্সগুলি যেমন চলছিল তেমনই চলবে বলেই জানিয়েছে সরকার।

 

এবার থেকে সব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক পর্যায়ের কোর্স চালু করার কথা ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে আলোচনায় বসেছে বিশ্ববিদ্যালয় নিয়মক সংস্থা ইউজিসি (U.G.C.)। আবার অন্যদিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এই বিষয়টি লাগু করার জন্য পরিকল্পনা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

 

তবে, চার বছরের স্নাতক স্তরের- কোর্স চালু করা হলেও, তিন বছরের কোর্সগুলি বন্ধ করা হচ্ছে না। ২০২০ সালে ঘোষিত হওয়া নয়া শিক্ষানীতির উপর ভিত্তি করে চালু করা হচ্ছে এই নতুন কোর্স। এর ফলে ছাত্রছাত্রীরা চাইলে মাঝপথে কোর্স ছেড়ে বেরিয়ে গিয়ে সেই ভিত্তিতে একটি সার্টিফিকেট অর্জন করতে পারবেন। পরবর্তী সময়ে সেই পড়ুয়া যেখানে ছেড়ে গিয়েছিলেন ফের সেখান থেকে শুরু করতে পারবেন। আগামী বছরের মধ্যে এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে। বিষয়টি সময় সাপেক্ষ হলেও, তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

 

ইতিমধ্যেই, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে এই বিষয়ে বৈঠক সেরেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরবর্তী শিক্ষাবর্ষ থেকেই এই নতুন স্নাতক কোর্স চালু করতে রাজি হয়েছে বেশ কিছু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। প্রতিবেদন – অতনু দাস।

 

Website: https://bengali.rvasia.org

Youtube: http://youtube.com/veritasbangla

Comments

চার বছরের স্নাতক কোর্স হলে ছাত্র-ছাত্রীদের স্নাতক শেষ করে যে কোনো পেশার চাকরি পেতে এক বছর বেশী সময় লেগে যাবে বর্তমানের তুলনায়।ভারতের মত একটি উন্নয়ন শীল দেশে কোনো কারণে এক বছর পিছিয়ে যাওয়া মানে আপনি ভাবতে পারছেন তো?পড়াশোনা করে লাখ লাখ বেকার বসে আছেন সেটা কি কেন্দ্রীয় সরকার একবারও ভেবে দেখেছেন? আমরা সেই ছোটবেলা থেকেই গতানুগতিক শিক্ষা অর্জনের দিকে নজর দিয়ে কোনো রকম বৃত্তিমূলক শিক্ষার কথা ভুলেই গেছি...কিছু বৃত্তিমূলক শিক্ষা অর্জন করলে ভবিষ্যতে বিকল্প কর্ম সংস্থানের পথ খোলা থাকবে।

Add new comment

10 + 0 =