বাংলাদেশ রাজশাহী ধর্মপ্রদেশের বেগুনবাড়ী গ্রামে মহাদূত গাব্রিয়েলের তীর্থোৎসব উদযাপন

মহাদূত গাব্রিয়েলের তীর্থোৎসব উদযাপন

রাজশাহী ধর্মপ্রদেশের বেনীদুয়ার ধর্মপল্লীর অন্তর্গত বেগুনবাড়ী গ্রামে ভাবগাম্ভির্যপূর্ণ পরিবেশে মহাদূত গাব্রিয়েলের তীর্থোৎসব উদযাপন করা হয়।

খ্রিস্টযাগের পূর্বে বিশপ মহোদয় ও ফাদারদেরকে গির্জার প্রবেশ পথের শুরু থেকে মুন্ডারী ও সান্তালী গান এবং নাচের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে গ্রামের পক্ষে তাদের ফুল ও মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

তীর্থোৎসবের খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। এছাড়া ৩ জন ফাদার, ৬ জন সিস্টার ও প্রায় ৬০০জন খ্রিস্টভক্তদের উপস্থিতিতে ভরপুর ছিল বেগুনবাড়ী গির্জা চত্তর।

তীর্থোৎসবের খ্রিস্টযাগের উপদেশে বিশপ তাঁর অভিজ্ঞতা ও মাণ্ডলিক শিক্ষা অনুসারে অত্যন্ত সুন্দরভাবে তীর্থের অর্থ ও করণীয় দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, “তীর্থের প্রধান ও মূল উদ্দেশ্য হলো প্রার্থনা করার মধ্য দিয়ে পূণ্য লাভ করা। তাই এই তীর্থস্থানে সকলকে আসতে হবে আর প্রার্থনা করতে হবে নিজের এবং অন্যের পূণ্য ও মঙ্গল কামনা করে”।

একই সঙ্গে বিশপ মহোদয় তিনজন মহাদূতের কার্যক্রম ও আমাদের প্রতি তাদের কাজগুলো সম্পর্কে ব্যাখ্যা দান করেন। খ্রিস্টযাগের পরে গ্রামের কয়েকজনের সঙ্গে বিশপ মহোদয় ও ধর্মপল্লীর পাল-পুরোহিত ও সহকারী পুরোহিত এর সাথে বসেন এবং তীর্থভূমি উন্নয়ন সম্পর্কে বিভিন্ন আলাপ আলোচনা করেন।

এরপর বিভিন্ন গ্রাম থেকে খ্রিস্টভক্তদের দানসমূহ বিশপের হাতে তুলে দেন। অত:পর পাল-পুরোহিত ফাবিয়ান মারান্ডী বিশপ মহোদয় ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।– ফাদার বাপ্পী এন. ক্রুশ

Add new comment

10 + 5 =