Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
মহিলা অঙ্গন অনুষ্ঠান
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমকি শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার শাহনাজ বেগম। ইতিপূর্বে তিনি সরকারিভাবে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রশিক্ষণে অংশ নেন। এছাড়াও তিনি নান প্রকল্পের মাঠ র্পযায়ে র্কমসূচীসমূহ সফলভাবে বাস্তবায়নের জন্য ফিলিপাইন সফর করনে। মাধ্যমকি শিক্ষা অফিসার শাহনাজ বেগম ২৭ অক্টোবর উপজেলা সেকেন্ডারী এডুকেশন প্রজেক্ট অফিসার হিসেবে কুড়িগ্রামে যোগদান করনে। তারাগঞ্জে গত ১ডসিম্বের ২০১৬ সালে তিনি যোগদান করে অত্যন্ত সফলতার সাথে দায়ত্বি পালন করে আসছনে। তারাগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদরে রক্তরে গ্রুপ নির্ণয়ে বাস্তবায়নকারী তিনি। শিক্ষা জীবনে শাহনাজ বেগম রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে প্রাণীবিদ্যায় মাস্টার্স ও রংপুর টিচার্স ট্রেনিং ইনইস্টিটিউিট থেকে বিএড করনে। নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।
Add new comment