মহিলা অঙ্গন

জীবের আত্মারূপে স্রষ্টা স্বয়ং জীবের মধ্যেই অবস্থান করেন। তাই জীবের সেবা করলেই আসলে স্রষ্টারই সেবা করা হয়। ... প্রত্যেক জীবের প্রতি যত্নবান হলে এবং তাদের ভালোবাসলে, তবেই সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়। এ জন্যেই স্বমী বিবেকানন্দ বলেছেন- “জীবে প্রেম করে যেই জন / সেই জন সেবিছে ঈশ্বর।” তবে আজকের মহিলা অঙ্গনের আসরে আমরা দেখব এক বিরল ঘটনা। যেখানে শুধুমাত্র জীবিত মানুষ নয়, মৃত মানুষের সেবা করে চলেছেন এক মহিলা নাম ভাগ্যশ্রী । #RVApastoralcare #RadioVeritasAsia #Chitrabani #Banideepti #family#SocialWorkerBhagyashree#covid-19#মহিলা অঙ্গন#ভাগ্যশ্রী#ইন্দোর #teresarozario

Add new comment

4 + 0 =