বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে জাতীয় শোক দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উদযাপন

গত ১৫ আগস্ট ছিলো জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করে। বাঙালির ইতিহাসে এক কলঙ্কিত দিন। দেশ বিদেশের ষড়যন্ত্রে স্বপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

এই দিনটি উপলক্ষে বিশেষ প্রার্থনা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ ও তেজগাঁও ধর্মপল্লী পাল-পুরোহিত সুব্রত বি গমেজ।

শোক দিবসে শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তাঁরা জাতির পিতার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন প্রেসিডেন্ট বলেন, ‘আজকের এই দিনে আমাদের মানেনীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তাঁর আরেক কন্যা শেখ রেহেনাসহ তাঁর নিকট আত্মীয়-স্বজনদের প্রতি জানাই গভীর সমবেদনা।’ 

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ বলেন, ‘শোককে শক্তি হিসেবে বিবেচনা করে আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার যে অসাম্প্রদায়িক উন্নত দেশ গড়ার অভিযাত্রা, এই অভিযাত্রায় আমরা সকলে শরিক হই। এই অসাম্প্রদায়িক অভিযাত্রাকে সমুন্নত রাখতে হবে।’ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থাকার জন্য অনুরোধ করেন।

পবিত্র খ্রিষ্টযাগ ও বিশেষ প্রার্থনার পর জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া।

Add new comment

5 + 1 =