ঢাকা মহাধর্মপ্রদেশের প্রবীণ যাজক আলফ্রেড গমেজে’র চিরবিদায়

গত ১০ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের ধর্মপ্রদেশীয় যাজক আলফ্রেড গমেজ দুপুর ১২:৪৫ মিনিটে ঢাকা জন মেরী ভিয়ানি হাসপাতালে জগতের মায়া ত‍্যাগ করে পরলোগত হয়েছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থতার কারণে ঢাকার আর্চবিশপ হাউজে ও সেন্ট জন মেরী ভিয়ানি হাসপাতালে ভর্তি ছিলেন ।

তিনি যাজকীয় জীবনের অনেকটা সময় ময়মনসিংহ ধর্মপ্রদেশে দায়িত্ব পালন করেন। শেষ কর্মস্থল ছিল বান্দুরা ক্ষুদ্র পুষ্প সেমিনারী। ছোট ছোট সেমিনারীয়ানদের আধ্যাত্মিক পরিচালক ছিলেন তিনি।

অত্যন্ত সহজ-সাধারণ জীবনযাপনের অধিকারী ফাদার আলফ্রেড যাজকীয় জীবনে ৪০ বছরে পদার্পণ করে ৭৫ বছরে এ পার্থিব জীবনের সমাপ্তি ঘটিয়ে অনন্ত জীবনে চলে যান।

ফাদার আলফ্রেড গমেজের জন্ম ৫ মার্চ ১৯৪৬ সালে তুমিলিয়া ধর্মপল্লীতে। আর তিনি যাজকীয় পদে অভিষেক লাভ করেন ২৯ ডিসেম্বর ১৯৮১ সালে। তিনি ছিলেন মন্ডলীর একজন সহজ-সরল নিবেদিত যাজক।

ঈশ্বর তার এই ভক্ত সেবককে অনন্ত শান্তি দান করুন।

Add new comment

5 + 6 =