মহিলা অঙ্গন অনুষ্ঠান

 

‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ নজরুলের ভাষায় বিশ্বের যা কিছু কল্যাণকর, মঙ্গলজনক ও শুভ তার সবকিছুতেই পুরুষের পাশাপাশি নারীর সম অবদান। দুই অক্ষরের শব্দ নারী। অথচ এই শব্দটির সাথে জড়িয়ে আছে কত মমতা, কত আবেগ, কত প্রেরণা, কত অর্জন। একজন স্বশিক্ষিত নারীই হতে পারেন একজন সফল মা, একজন সফল শিক্ষক।

Add new comment

12 + 8 =