Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
মন্ডলীর নীরব কর্মী ও নিবেদিত প্রাণ ফাদার বনিফাস মুরমু’র চিরবিদায়
গত ১০ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ, ঢাকার সাধু জন মেরী ভিয়ান্নী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন বাংলাদেশ ধর্মপ্রদেশীয় ফাদার বনিফাস মুরম।
তিনি ছিলেন মন্ডলীর নীরব কর্মী ও নিবেদিত একজন যাজক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
বেশ কয়েক দিন অসুস্থ থাকার পর তিনি সাধু জন মেরী ভিয়ান্নী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় এই পৃথিবীর মায়া ছেড়ে পাড়ি দিলেন পরম পিতার গৃহে।
তিনি ২৫ আগষ্ট ১৯৫৫ খ্রিস্টাব্দে বর্তমান রাজশাহী ধর্মপ্রদেশের সুরশুনিপাড়া ধর্মপল্লীর অধীনস্থ বড়গাছী নারায়নপুর (কানুপাড়া) গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা আন্দ্রিয়াস মুরমু ও মাতা জুদিতা সরেন।
তিনি রাজশাহী ধর্মপ্রদেশের বর্তমান সুরশুনিপাড়া ধর্মপল্লীর একমাত্র পুরোহিত ছিলেন। তিনি ১৯ নভেম্বর ১৯৮৬ খ্রিস্টাব্দে সাধু পোপ দ্বিতীয় জন পলের হাতে যাজক পদে অভিষিক্ত হন।
তার সুদীর্ঘ ৩৫ বছরের যাজকীয় জীবনে দিনাজপুর ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লীতে নিরালসভাবে যাজকীয় সেবাদায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লোহানীপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ছিলেন প্রার্থনাশীল, আত্নত্যাগী, পরিশ্রমী, কৃচ্ছ সাধনায় মনোযোগী, আনন্দিত, মন্ডলীর নীরব কর্মী ও নিবেদিত প্রাণ ফাদার ।
ঈশ্বর তাঁর এই ভক্তসেবককে চিরশান্তি ও অনন্ত বিশ্রাম দান করুন।
Add new comment