Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
কারাবন্দী জেজুইট ফাদার স্ট্যান স্বামী-র চিরবিদায়
গত ৫ জুলাই ২০২১ খ্রিস্টাব্দে, কারাবন্দী অবস্থায় ন্যায্যতার জন্য নিজের জীবন উৎসর্গ করলেন ভারতের জেজুইট ফাদার স্ট্যান স্বামী ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
গত বছর জেজুইট ফাদার স্টেন সোয়ামি মাওবাদী সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
ভারতে আদিবাসী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একনিষ্ঠকর্মী বর্ষীয়ান এই যিশুসঙ্গীকে ২০২০ খ্রিষ্টাব্দের ৮ অক্টোবর রাঁচির এক জেজুইট হাউজ থেকে 'মাওবাদী উগ্রপন্থী সংশ্লিষ্টতার' মিথ্যা মামলায় দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আটক করে।
আটকের পরই বম্বের বিশেষ আদালতের রায়ে তাঁকে তালোজা কারাগারে বন্দী করে রাখা হয়। তাঁর 'অপরাধ' তিনি ভারত সরকারের আগ্রাসী নীতির বিরুদ্ধে গিয়ে আদিবাসীদের জল-জঙ্গল-জমিন রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন।
পার্কিনসন রোগী ফাদার স্ট্যানকে জেলখানায় তাঁকে জলপানের জন্য নল (স্ট্র) পর্যন্ত দেওয়া হয়নি। পরে ৩০ মে জেলে তাঁর করোনা ধরা পড়ে।
ফাদার স্ট্যান তাঁর প্রৈরিতিক কাজের ৫০ বছর সময় পার করেছেন ঝাড়খন্ডের আদিবাসীদের জমি রক্ষার জন্য। ফাদার স্ট্যান দীনদরিদ্র মানুষের পক্ষে লড়াইয়ে ও খ্রিষ্টাদর্শ প্রতিষ্ঠায় আমাদের আদর্শ।
তিনি ২৬ এপ্রিল ১৯৩৭ সালে জন্ম গ্রহন করেন। তিনি ৩০ শে মে ১৯৫৭ সালে জেজুইট সম্প্রদায়ে যোগদান করেন। পরে ২৯ জুন ১৯৬৭ সালে তিনি যাজক পদ লাভ করেন । ফাদার স্টেন তাঁর পুরো জীবন পার করেছেন পরপোকারে ।
ঈশ্বর তাঁকে চিরশান্তি দান করুন।
Add new comment