করোনা রোগীদের পাশে সেবারত আমেরিকান-বাংলাদেশী নার্স ফুলকুমারী

আমেরিকান-বাংলাদেশী নার্স,  যিনি গত সাত বছর ধরে আমেরিকার নিউউয়র্ক কুইন্সে অবস্থিত এলাহারকট হাসপাতালে কর্মরত। তিনি বলেন, এখানে ১৭০ এর বেশী বাংলাদেশীর জীবনহানি ঘটেছে। জীবনের সব রকম ভয়-ভীতিকর পরিবেশে থেকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করছেন মানুষের জীবন বাঁচাতে।

তিনি বলেন, আমি রোগীদের ভেঙ্গে পড়তে, আতঙ্কিত হয়ে কান্না করতে দেখেছি। আমি তাদের নৈতিক মনোবল ও সাহস যুগিয়েছি, তাদের বলেছি ভয়ের কিছু নাই, আপনারা সুস্থ হয়ে উঠবেন।  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৬০ থেকে ৮০ বৎসরের রোগী বেশী মৃত্যুবরণ করেছে। যাঁদের অনেকে ছিল বিভিন্ন রোগে আক্রান্ত ও ডায়বেটিস রোগী।

তিনি বলেন, এই মুহূর্তে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর তা হচ্ছে, আমি মোমবাতি হাতে জনসমমুখে প্রতিজ্ঞা করেছি, “রোগীর জীবন রক্ষায়, প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করিবো”। আর সেই কথা আমাকে আরও উদ্যমি করে তোলে, পৃথীবির কোনো শক্তিই পারবেনা আমাকে থামিয়ে রাখতে” একজন নার্স হিসেবে এই দৃর প্রতিজ্ঞায় আমি অনেক কঠিন ।

বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে তার পরামর্শ, একজন স্বাস্থ্যকর্মীকে কঠোরভাবে সামাজিক দূরত্ব রক্ষা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যা কাজের স্থানে ও বাসায় রক্ষা করতে হবে। তারা যেন তাদের দায়িত্ব অবহেলা না করেন । তাদের অবশ্যই পারসোন্যাল প্রটেকশন ইকিউবমেন্ট (পিপিই) ব্যবহার করতে হবে এবং রোগীর পাশে থাকতে হবে । - ফাদার নিখিল গমেজ

Add new comment

1 + 3 =