বাংলাদেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ৩১ জুলাই পর্যন্ত

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

বাংলাদেশে হঠাৎ করে গতমাসে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহ বন্ধ থাকবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

গত ২৯শে জুন, শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম. এ. খায়ের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা ভাষ্যমতে, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিগক হলে দেশজুড়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান পুণরায় খুলে দেওয়ার কথা ছিল কিন্তু গতমাসে হঠাৎ করে আবার বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের কঠোর লকডাউনে জরুরি সেবা দেয়া ব্যক্তি ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলেই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

Add new comment

1 + 1 =