সাভার দেওগাঁও গ্রামে সাধ্বী মাদার তেরেজার চ্যাপেল শুভ উদ্বোধন ও আশীর্বাদ

ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই এর উপস্থতিতে ২৫জুন ২০২১ খ্রিস্টাব্দে সাভার দেওগাঁও গ্রামে সাধ্বী মাদার তেরেজার চ্যাপেল আশীর্বাদ ও শুভ উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলো  ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত আলবাট টমাস রোজারিও, হলিক্রস ফাদারদের সুপিরিয়র, ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার শিশির কোড়াইয়া ও স্থানীয় খ্রিস্টভক্তগন ।

 

সকাল ৯টায় খ্রিষ্টযাগ ও আশীর্বাদের মাধ্যমে চ্যাপেলটির উদ্বোধন করা হয়।

 

ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত আলবাট টমাস রোজারিও এর উদ্যোগ ও পরিচালনায় দেওগাঁওবাসীর জমিদানের মাধ্যমেই উক্ত চ্যাপেলটি প্রতিষ্ঠা করা হয়েছে।

 

সাধ্বী মাদার তেরেজার উপর খ্রিস্টবিশ্বাসীদের ভক্তি ও গভীর বিশ্বাসের ফল সরূপ স্থাপিত হয় এই চ্যাপেলটি। চ্যাপেলটি স্থাপনের ফলে  স্থানীয় খ্রিস্টভক্তদের আধ্যাত্মিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা।

 

এ সময় উপস্থিত ব্যক্তিবর্গগণ চ্যাপেলটির জন্য যারা জমিদান করেছেন এবং নির্মাণে যারা সহযোগিতা করেছে তাঁদের ধন্যবাদ জানান।

 

এছাড়াও তেরেজার চ্যাপেল শুভ উদ্বোধন ও আশীর্বাদ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।

Add new comment

14 + 2 =